ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই দুঃসংবাদ! সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই। তার আগে টাইগার শিবিরে দুঃসংবাদ! বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠার লড়াইয়ে টিকে থাকতে জয় চাই টাইগারদের।
তার আগে টন্টনে শনিবার সকালেই মিলল অনাকাংখিত এক সংবাদ! অনুশীলনে হাতে চোট পেয়েছেন মুশফিকুর রহীম।
সমারসেট গ্রাউন্ডে শনিবার অনুশীলন করছিল বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলনের একপর্যায়ে নেটে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম। কিন্তু একটা সময় ডান হাতের কবজিতে বল লাগে। এরপর আর অনুশীলন করতে পারেননি। দ্রুত নেট ছেড়ে ফিরে এসেছেন ড্রেসিংরুমে।
বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ বলেছেন, ‘এখনো বোঝা যাচ্ছে না চোট কতটা গুরুতর। এখনো বরফ দেওয়া হয়েছে। একটু অপেক্ষা করে বোঝা যাবে। ব্যথা লেগেছে, শুধু এটাই বোঝা যাচ্ছে।’ তার মানে এখনো নিশ্চিত নয় মুশফিকের চোট কতোটা মারাত্মক।
তবে শনিবার সুখবরও আছে। সাকিব আল হাসান অনুশীলনে ফিরেছেন। সকালে সমারসেট কাউন্টি ক্লাবের মাঠে ফিল্ডিং অনুশীলনের পর লম্বা সময় ধরে নেট অনুশীলনে অংশ নিয়েছেন এই অলরাউন্ডার। ঘণ্টা খানেকের ব্যাটিং নেটে ছিলেন এই তারকা ক্রিকেটার।
Discussion about this post