বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালীন। ঐ সিরিজের সম্প্রচার স্বত্বের প্রতি আগ্রহ দেখায়নি কোনো টিভি চ্যানেল বা মিডিয়া কোম্পানি। ফলে বাধ্য হয়ে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে খেলা সম্প্রচার করতে হয়।
এই ধাক্কার পর বিসিবি আরও সতর্ক হয়ে এগিয়েছে পাকিস্তান সিরিজে। যদিও শুরুতে সেই সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত চতুরতার সঙ্গে অঞ্চলভিত্তিক ভাগ করে চারটি দেশের চারটি কোম্পানির কাছে স্বত্ব বিক্রি করতে পেরেছে বোর্ড।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, ‘এবার আমরা অঞ্চল ভাগ করে দিয়েছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ব্রিটেনের চারটি প্রতিষ্ঠানকে স্বত্ব দেওয়া হয়েছে। এর ফলে আমরা প্রায় নির্ধারিত মূল্যের সমান পরিমাণ অর্থ পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘বিডিংয়ে যেটা পাওয়া গিয়েছিল, সেটা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক কম ছিল। তাই আমরা আগ্রহী কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে যৌথভাবে বিক্রির সিদ্ধান্ত নিই। আনুষ্ঠানিক চুক্তির কাজ এখনো বাকি আছে।’
সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে মিঠু স্বীকার করেন, বিসিবির প্রস্তুতিতে কিছুটা দেরি হয়েছিল, ‘আমাদের একটু দেরি হয়েছে কাজ শুরু করতে। এটা আমাদের স্বীকার করতেই হবে। তবে আগস্ট-সেপ্টেম্বর থেকে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যাব।’
বিসিবি মনে করছে, সময়মতো পরিকল্পনা ও বিডিং প্রক্রিয়া শুরু করলে ভবিষ্যতে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব।
Discussion about this post