ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ে পা রাখলেন তিনি। নতুন এক পরিচয়ে সমৃদ্ধ হলেন লিটন কুমার দাস! বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা হলো এই উইকেট কিপার-ব্যাটসম্যানের। টেস্ট অভিষেক সেই ২০১৫ সালের জুনে। ৮ বছর পর ব্যাগি গ্রিনের সঙ্গে গায়ে জড়ালেন সবুজ ব্লেজার। বুধবার আফগানিস্তানের বিপক্ষে মিরপুরের শেরেবাংলায় করতে নামলেন টস।
ইতিহাস জানাচ্ছে-বাংলাদেশের দ্বাদশ টেস্ট অধিনায়ক হিসেবে লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে সাকিব আল হাসানের পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন তিনি। গত এক বছর ধরে টেস্ট দলের সহ-অধিনায়ক তিনি। ২৮ বছর বয়সে সহ অধিনায়ক থেকে অধিনায়ক করা হয়েছে তাকে। সামনের পথচলাও নিশ্চিতভাবে মসৃণ হবে না। ব্যাটিংয়ের মতো অধিনায়কত্বের লিটন কেমন করেন সেটা সময়ই বলে দেবে।
তবে লিটন রোমাঞ্চিত। বলছিলেন,‘আমি নিজের টেস্ট ক্যাপ পেয়ে চমকে গিয়েছিলাম। কিন্তু আজ অধিনায়ক হয়ে গর্বিত। এই দায়িত্ব আমার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না। আমি দারুণ খুশি।’ এদিন অবশ্য ব্যাট হাতে লিটন কিছু করতে পারেন নি। নাজমুল হোসেন শান্তর শতরানের ম্যাচে তিনি আউট ৯ রানে। মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ৭৬!
টেস্ট অধিনায়কত্বের অভিষেকে টস ভাগ্য পাশে ছিল না লিটন দাসের। বুধবার সকালে মিরপুরে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। অধিনায়ক হিসেবে এটি তারও প্রথম টেস্ট।
বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। তারপর খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুমিনুল হক বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন টেস্ট দলের!
Discussion about this post