তাইজুল ইসলাম বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘুম হারাম করা এক বাঁহাতি স্পিনার। দীর্ঘ দিন ধরে খেলছেন বাংলাদেশ জাতীয় দলে। তবে এবার তিনি মুখ খুললেন নেতৃত্ব নিয়ে-বললেন, অভিজ্ঞতা না থাকলেও অধিনায়কত্ব করতে পারবেন।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাইজুল বলেন, ‘অভিজ্ঞতা নেই বলে এমন নয় আমি প্রস্তাব পেলে অধিনায়কত্ব করতে পারব না। আমি মনে করি, এখানে এমন কিছু নেই যা আমি করতে পারব না। তবে ব্যাপারটা এমন নয় আমি অধিনায়কত্বের জন্য লোভ করছি।’
তাইজুলের দৃষ্টিতে, একজন অধিনায়কের মূল দায়িত্ব শুধু মাঠে সিদ্ধান্ত নেওয়া নয়-বরং একটা লক্ষ্য ঠিক করে দলের ভবিষ্যৎ রূপরেখা আঁকা, ‘অধিনায়ক একটা দৃষ্টিকোণ রাখতে পারে, সে দলকে কোথায় দেখতে চায়, কেমন দল চায়। দুই বছর পর আপনি দলকে কোথায় দেখতে চান সেই লক্ষ্য থাকতে হবে। টিম ম্যানেজমেন্ট ও অফিসিয়ালদেরও থাকতে হবে।’
টেস্ট দলের এই স্পিনার সাম্প্রতিক সময়ে রয়েছেন দুর্দান্ত ছন্দে। সেটা তার পরিসংখ্যানে যেমন দেখা যায়, তেমনি তার কথাতেও ধরা পড়ে আত্মবিশ্বাস, ‘বয়স একটা বিষয়। একটা বয়সে আপনি যেখানে চাইবেন বল পিচ করতে পারবেন। আরেকটা বিষয় হলো অভিজ্ঞতা। ২০২১ সালের আগে বিদেশে তেমন ম্যাচ খেলা হয়নি আমার। এখন বাইরে খেলেও মানিয়ে নিতে পারি।’
তাইজুল অভিজ্ঞতার গুরুত্ব বুঝিয়ে বলেন, “নতুন কারও জন্য অভিষেকের পরপরই ভালো করা কঠিন। সম্ভাবনা কম থাকে। তাই খেলোয়াড়দের সময় দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমি সময় পেয়েছি এবং সময়ে সময়ে উন্নতি করেছি।’
Discussion about this post