ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত দুই মৌসুম শিরোপার খুব কাছে গিয়েও ঘরে তুলতে পারেনি লিজেন্ডস অব রুপগঞ্জ। সে কষ্ট এখনও পোড়ায় নাঈম ইসলামদের। তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা জিতেই সেটা ভুলতে চান তারা। এ লক্ষ্য নিয়েই রবিবার এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে নামছে নারায়ণগঞ্জের দলটি। যে ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেএসপির চার নম্বর মাঠে।
আবাহনী লিমিটেডের কাছে গত মৌসুমে সুপার লিগের একবারে শেষ দিকের ম্যাচে হেরে ডিপিএল শিরোপার খুঁইয়েছিল রূপগঞ্জ। তার আগে দলটি এক কথায় খেলেছিল দাপুটে। টানা সাত ম্যাচ জিতে শিরোপার স্বপ্ন উজ্জ্বল করেছিল।
গেল আসরের দুঃখ ভোলার লক্ষ্যটা এবার শুরু থেকেই নিতে চাইছে রূপগঞ্জের ক্রিকেটাররা। এ ব্যাপারে শনিবার ভুলতেই নতুন মৌসুমের ডিপিএল মিশনে নামছে দলটি। এ ব্যাপারে শেয়ার বিজকে লিজেন্ডস অব রূপগঞ্জের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম টিটু বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগে আমরা প্রতি বারেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামি। কিন্তু আমাদেরকে বিভিন্ন কৌশলে শিরোপা বঞ্চিত করে কতৃপক্ষ। যার প্রমাণ গত দুই মৌসুমে চোখ রাখলেই পাওয়া যাবে। তারপরও আমরা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকি শুধুমাত্র ক্রিকেটের স্বার্থে। দেখা যাক এবার কি হয়।’
রূপগঞ্জের অধিনায়ক এবারও নাঈম ইসলাম। তার নেতৃত্বেই মাঠের ক্রিকেটে লড়বেন শাহরিয়ার নাফীস, মেহেদী মারুফ, সাব্বির রহমান, সাদমান ইসলাম অনিক, আল আমিন জুনিয়র, শফিউল ইসলামরা। এদিকে দলটির কোচ হিসেবে রয়েছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।
ডিপিএলের নতুন মৌসুমে মাঠে নামার আগে চনমনে রূপগঞ্জ শিবির। তার চেয়ে বড় খবর দলটির জন্য- নেই কোন চোট। তাই রবিবার পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়নরা।
লিজেন্ডস অব রুপগঞ্জ স্কোয়াড :
শাহরিয়ার নাফীস, নাইম ইসলাম, মেহেদী মারুফ, নাবিল সামাদ, মুক্তার আলী, সানজামুল ইসলাম, সাব্বির রহমান, পিনাক ঘোষ, শফিউল ইসলাম, রুয়েল মিয়া, আল আমিন জুনিয়র, আল-আমিন হোসেন, সাদমান ইসলাম অনিক, সোহাগ গাজী, জাকের আলী অনিক, মোহাম্মদ শহীদ।
Discussion about this post