ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরিতে এমনিতেই বিপাকে ছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের কোনটিতেই নামতে পারেন নি লিটন দাস। এবার দুঃসংবাদ- মিরপুরের শেরেবাংলায় পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না এ ওপেনারের। চোটের জন্য নয়, লিটন খেলবেন না পারিবারিক কারণে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান এই খবর নিশ্চিত করেছেন।
লিটনের পরিবারের এক সদস্য অসুস্থ হওয়ায় সমস্যার শুরু। জিম্বাবুয়ে সফর থেকে ফিরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা বাসায় ফিরবেন না। সরাসরি ঢাকায় অস্ট্রেলিয়া সিরিজের জৈব সুরক্ষাবলয়ে প্রবেশ করবেন তারা। কিন্তু লিটনকে যেতে হচ্ছে পরিবারের কাছে। এর আগে বাবা মায়ের পাশে থাকতে জিম্বাবুয়ে সফর থেকে দেশে ফিরে আসায় অজিদের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। চোটের কারণে তামিম ইকবালও নেই এই সিরিজে।
লিটনের না থাকা নিয়ে আকরাম খান ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, ‘দেখুন, লিটন বাড়িতে ফিরে তার অসুস্থ পরিবারের সদস্যের কাছে যেতে চায়। প্রথম দুই টি-টুয়েন্টিতে এই কারণে থাকতে পারবে না। কেউ যদি তার পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে চায় সেখানে কিছু বলার নেই আমাদের।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ ৩ আগস্ট। পরের চার ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহে ৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে দলটি। দিবা-রাত্রির প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
Discussion about this post