করোনা শঙ্কা উড়িয়ে ব্যস্ত হয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অবশ্য এছাড়া উপায়ও নেই। যাপিত জীবন এগিয়ে নিতে হবে এভাবেই। এটাই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১৭ অক্টোবর শুরু করতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ।বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার। এরই মধ্যে আগামী মাসের শুরু থেকে পুরোদমে ঘরোয়া ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি।
জাতীয় ক্রিকেট লিগ দিয়েই শুরু হবে এবারের মৌসুম। এরপরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।
করোনাভাইরাসের কারণে বেশ কিছুদিনই বন্ধ ছিল ঘরোয়া ক্রিকেট। এরপর এ বছরের ২২ মার্চ শুরু হয় জাতীয় ক্রিকেট লিগ। কিন্তু কোভিডের কারণে দুই রাউন্ড পরেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় খেলা। তবে এবার বেশ পরিকল্পনা নিয়েই মাঠে গড়াবে লঙ্গার ভার্সনের এই টুর্নামেন্ট।
জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘২০-২২ জনের একটা টিম করে দেয়া হয়েছে। এখন ফিটনেস ট্রেনিং চলছে। এক তারিখ থেকে ফিটনেস টেস্ট হবে। এর আগে ওরা ট্রেনিংয়ের সুযোগ পায়নি। এবার সুযোগটা করে দেয়া হয়েছে। ফিটনেস টেস্টের পর আমরা ১৬ জনের দল করে হবে। সবসময় আমরা ১৪ জনের দল দেই। এবার করোনার জন্য দুইজনের বেশি দিচ্ছি।’
জাতীয় লিগ শুরু নিয়ে সুমন আরও বলেন, ‘দেখুন, এবার আমরা একটু সময় নিয়েই এনসিএল শুরু করতে যাচ্ছি। দলগুলোকে যথেষ্ট সময় দেয়া হচ্ছে। সাধারণত যখন এনসিএল শুরু করি, দলগুলো খুব একটা সময় পায় না। এবার প্রায় এক মাসের সময় পাচ্ছে।’
Discussion about this post