ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বল হাতে রীতিমতো দাপট দেখালেন সুমন খান। ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন তিনি। এরপর তাইবুর রহমান ও রকিবুল হাসানের ব্যাট কথা বলল। তার পথ ধরেই প্রথম স্তরের ম্যাচে রাজশাহীকে চাপে ফেলেছে ঢাকা।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে তৃতীয় দিন শেষে শনিবার দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০৬ রান তুলেছে ঢাকা। প্রথম ইনিংসে ১৯৭ রানে অলআউট রাজশাহীর চেয়ে ২৪৯ রানে এগিয়ে স্বাগতিকরা। তাইবুর ৬৭ ও সুমন ১ রানে মাঠে নামবেন রোববার।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৬ উইকেটে ১৭৩ রান সকালে মাঠে নামে রাজশাহী। ঢাকার দুই পেসার সালাউদ্দিন শাকিল ও সুমনের দাপটে মাত্র ২৪ রান তুলেই শেষ চার উইকেট। ১৯ বছর বয়সী বিকেএসপির সাবেক ছাত্র সুমন ৫০ রানে ৫ উইকেট নেন। ৪৭ রান দিয়ে শাকিলের শিকার ৩ উইকেট।
চতুর্থ উইকেটে ৯৫ রানের জুটিতে রাকিবুল ও তাইবুর দাপট দেখালেন। ৬৫ রান করে ফেরেন রাকিবুল। আর ৮২ রানে ৩ উইকেট শিকার করেন তাইজুল।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ২৪০
রাজশাহী বিভাগ ১ম ইনিংস: (আগের দিন ১৭৩/৬) ৭৭.৫ ওভারে ১৯৭ (জহুরুল ৬৪, রেজা ১৬, তাইজুল ৫, শফিউল ১০, শফিকুল ০*; শাহাদাত ৭-১-২২-০, সুমন ২৭-৯-৫০-৫, শাকিল ১৫.৫-৩-৪৭-৩, অপু ১৭-৩-৪৫-১, শুভাগত ১১-৩-৩১-১)
ঢাকা বিভাগ ২য় ইনিংস: ৮০ ওভারে ২০৬/৬ (মজিদ ৮, রনি ২০, জয়রাজ ৩০, রকিবুল ৬৫, তাইবুর ৬৭*, শুভাগত ১০, শাকিল ০, নাজমুল ০, সুমন ১*; শফিউল ১৪-২-২১-০, রেজা ১৮-৫-২৯-২, শফিকুল ১১-০-৩৯-০, তাইজুল ৩৩-৫-৮২-৩, অভিষেক ১-০-১০-০, সাব্বির ৩-০-২১-০)
Discussion about this post