শিরোনামে ছিলেন তিনি। শিরোনামেই থাকছেন। একের পর এক খবর তাকে নিয়ে ছড়িয়ে পড়ছে। আনুশকা শর্মার সঙ্গে তার লিভ টুগেদারের খবরটা এখন বাসী। এমন কী বলিউড সুন্দরী যে আপাতত বিরাট কোহলিকে বিয়ে করার কথা ভাবছেন না সেটাও চাওর হয়ে গেছে। নতুন খবর হল- ভারতের টেস্ট অধিনায়ককে নিয়ে এবার সিনেমা হচ্ছে!
তাঁর জীবনের গল্প উঠে আসবে সেই বায়োপিক সিনেমায়! কোহলির আদলে এক ক্রিকেটারের চরিত্র রুপালি পর্দায় তুলে আনবেন পরিচালক রোহিত ধবন। ছবির নামও ঠিক করা হয়েছে- ‘ঢিশুম’!
প্রশ্ন এখন একটাই-কোহলির চরিত্রে অভিনয় করবেন কে? আপাতত একজনের নাম ঠিক হয়েছে। তিনি তরুন- সাকিব সেলিম! নায়িকা হুমা কুরেশির ভাই সাকিব। একজন অ্যাগ্রেসিভ ক্রিকেটারের চরিত্রে তাকে মানাবে বলেই অডিশটাও করে নিয়েছেন পরিচালক।
নায়িকা কে? আনুশকা? সেই প্রশ্নের উত্তরটা অবশ্য এখনো পাওয়া যায়নি।
অবশ্য বলিউডে ক্রিকেটারদের বায়োপিক সিনেমা নির্মানের হিড়িক পড়েছে এখন। মোহাম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনির পর এবার কোহলি!
Discussion about this post