আয়ারল্যান্ডের বিপক্ষে যা ইচ্ছে তাই যেন করতে পারছে বাংলাদেশ। লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশ দল বুধবার গড়েছে নিজেদের দ্রুততম অর্ধশত ও শতরানের রেকর্ড। লিটন গড়েছেন দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃষ্টি শেষে ১৭ ওভারে নেমে আসে ম্যাচ। এরপর চলে লিটনের ব্যাটে ঝড়! পাওয়ার প্লের ৫ ওভারে বাংলাদেশ পায় ৭৩ রান। ষষ্ঠ ওভারের প্রথম বলে এক রান নিয়ে ক্যারিয়ারের দশম ফিফটি করেন লিটন। তারপর ৪৩ বলেই বাংলাদেশ দলের সংগ্রহ চলে যায় তিন অঙ্কে।
লিটনের ইনিংস শেষ অব্দি থামে ১০ চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৮৩ করে। উদ্বোধনী জুটিতে আসে ১২৪ রান। এটিও দলীয় রেকর্ড! দ্রুততম দলীয় ফিফটির রেকর্ডও এদিন গড়ে টাইগাররা। ২০১৬ বিশ্বকাপে ধর্মশালায় আইরিশদের বিপক্ষে ২৪ বলে ৫০ রান করেছিল বাংলাদেশ। এদিন বাংলাদেশের দলীয় পঞ্চাশ আসে মাত্র ২১ বলে।
এদিন টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন লিটন। মাত্র ১৮ বলে ফিফটি পেলেন এই ওপেনার। রেকর্ড গড়তে তিনি ভেঙেছেন মোহাম্মদ আশরাফুলের রেকর্ড। ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপে আশরাফুল ২০ বলে ফিফটি করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৬ বছর পর আশরাফুলের চেয়ে ২ বল কম খেলে রেকর্ড গড়লেন লিটন দাস। ৫ চার ও ৩ ছক্কায় এই মাইলফলকে পা রাখেন তিনি। আশরাফুল হাঁকান ৭ চার ও ৩ ছক্কা।
বলের হিসাবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম চার ফিফটির দুটি লিটনের। এর আগে ২১ বলে ফিফটি ছিল এই ব্যাটারের। টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ২১ বলে ফিফটি তুলেন তিনি।
উদ্বোধনী জুটিতে রেকর্ড রান করেছেন রনি ও লিটন। ১২৪ রান করেন দু’জন। যা টি-টুয়েন্টিতে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে নাঈম শেখ ও সৌম্য সরকারের ১০২ রান ছিল সর্বোচ্চ সংগ্রহ।
টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটি
১৮ বল –লিটন কুমার দাস – প্রতিপক্ষ আয়ারল্যান্ড – চট্টগ্রাম– ২০২৩
২০ বল – মোহাম্মদ আশরাফুল – প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ – জোহানেসবার্গ – ২০০৭
২১ বল – লিটন কুমার দাস – প্রতিপক্ষ ভারত – অ্যাডিলেড – ২০২২
Discussion about this post