পারল না রিয়াল মাদ্রিদ। তাদের আটকে দিল শহরের আরেক ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি ড্র হলো ১-১ গোলে।
স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে মঙ্গলবার রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন জেমস রদ্রিগুয়েজ। ম্যাচের ৮০ মিনিটে সতীর্থ করিম বেনজেমার পাস থেকে বল পেয়ে গোল করেন তিনি। কিন্তু কিছুক্ষণ বাদেই অ্যাতলেটিকোর পক্ষে সমতা ফেরান রাউল গার্সিয়া।
ম্যাচে হতাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একইসঙ্গে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় সান্টিয়াগো বার্নাবুর এই তারকাকে। এরপরই মাঠে নামেন দলটির নতুন তারকা রদ্রিগুয়েজ। অন্যদিকে অ্যাতলেটিকো বুঝিয়ে দিল এবারো লা লিগায় দাপটের সঙ্গেই খেলতে তৈরি তারা।
আগামী শুক্রবার নিজেদের মাঠে নগর প্রতিদ্ধন্দীর বিপক্ষে দ্বিতীয় লেগ ম্যাচ খেলতে নামবে অ্যাতলেটিকো।
Discussion about this post