দুর্দান্ত ফর্মে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ফের ঝলসে উঠল তার ব্যাট। সঙ্গে ডেভিড মিলার চার-ছক্কার ঝড় বইয়ে দিলেন। তাতেই টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। রোববার শারজায় রাজস্থান রয়ালসকে তারা ৭ উইকেটে হারাল।
প্রথম ম্যাচে জয়ের পর এবার হারের তিক্ত স্বাদ পেল রাজস্থান।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯১ রান তুলে রাজস্থান। শেন ওয়াটসন ২৯ বলে করেন ৫০ রান। সানজু স্যামসন ৩৪ বলে করেন ৫৪।
জবাব দিতে নেমে ১৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।
গ্লেন ম্যাক্সওয়েল ৪৫ বলে করেন ৮৯ রান। চেতেশ্বর পুজারা ৩৮ বলে ৪০। শেষদিকে ১৯ বলে টর্নেডো গতিতে অপরাজিত ৫১ রান করেন মিলার। যাতে ছিল ৬ ছক্কা।
ম্যাচসেরা গ্লেন ম্যাক্সওয়েল।
Discussion about this post