ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে! ঠিক তাই অবশেষে ধরা দিল টি-টুয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধরা জয়। আগের চার ম্যাচে হারের ব্যর্থতা সামলে এবার হাসিমুখ বাংলাদেশের ক্রিকেটারদের। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে রচিত হল ইতিহাস। টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়। আলো ছড়ালেন সাকিব আল হাসান। তবে বল হাতে আসল নায়ক নাসুম আহমেদ।
৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারাল বাংলাদেশ।
সন্ধ্যায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ১৩২ রানের লক্ষ্য দেয় টাইগাররা। সাকিবের ৩৬, নাঈমের ৩০ আর আফিফের ব্যাটে ২৩ রান। জবাবে নেমে অজিরা অলআউট মাত্র ১০৮ রানে। বাংলাদেশের নাসুম আহমেদ একাই নেন ৪ উইকেট।
মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৬ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। আরেক পেসার শরিফুল ইসলাম ৩ ওভারে নেন ২ উইকেট। মেহেদী ৪ ওভারে ২২ রান তুলেন ১ উইকেট। সাকিব আল হাসান ১ উইকেট নেন ২৪ রানে। তবে ম্যাচের সেরা ৪ উইকেট শিকারি নাসুম।
মিরপুরের মন্থর, টার্নিং উইকেটে নিজেদের সর্বনিম্ন পুঁজি নিয়েও জিতল বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৩৩ রান করেও জিতেছিল বাংলাদেশ। এবার ১৩২ রানের লক্ষ্য দিয়েও হাসিমুখ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৩১/৭ (নাঈম ৩০, সৌম্য ২, সাকিব ৩৬, মাহমুদউল্লাহ ২০, সোহান ৩, আফিফ ২৩, শামীম ৪, মেহেদি ৭*; স্টার্ক ৪-০-৩৩-২, হেইজেলউড ৪-০-২৪-৩, জ্যাম্পা ৪-০-২৮-১, টাই ৪-০-২২-১, অ্যাগার ৪-০-২২-০)
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১০৮ (কেয়ারি ০, ফিলিপি ৯, মার্শ ৪৫, হেনরিকেস ১, ওয়েড ১৩, অ্যাগার ৭, টার্নার ৮, স্টার্ক ১৪, টাই ০, জ্যাম্পা ০, হেইজেলউড ২*; মেহেদি ৪-০-২২-১, নাসুম ৪-০-১৯-৪, সাকিব ৪-০-২৪-১, মুস্তাফিজ ৪-০-১৬-২, শরিফুল ৩-০-১৯-২, মাহমুদউল্লাহ ১-০-৬-০)
ফল: ২৩ রানে জয়ী বাংলাদেশ
ম্যাচসেরা : নাসুম আহমেদ
Discussion about this post