ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য দল ঘোষণা হতে পারে শুক্র অথবা শনিবার। একমাত্র টেস্ট শেষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। দুই লড়াইয়ের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয়েছে গত ১৯ আগস্ট। ৩৫ ক্রিকেটারের কন্ডিশনিং ক্যাম্প।
বুধবার ঢাকায় অনুশীলনের শেষ দিন কাটলো। বৃহস্পতিবার বিশ্রামের পর ৩০ ও ৩১ আগস্ট প্রাথমিক দলের ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর টেস্টের জন্য বাংলাদেশ দল চট্টগ্রাম যাবে।
বুধবার অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অলরাউন্ডার ফরহাদ রেজা। এই অলরাউন্ডার প্রস্তুতি নিয়ে বলেন,, ‘আলহামদুলিল্লাহ্ সবাই ভালো করছে। আজকে সবাই পুরাতন বলে বল করেছে। তবে অমাদের প্রধান কাজ একই জায়গায় বল করা, যেটা সব কোচই বলে, সেও এই দিকে গুরুত্ব দিচ্ছে। একই জায়গায় বল করার অভ্যাসটা তৈরি করতে পারলে সব জায়গায় আমরা বল করতে পারবো।’
গত দুই সিরিজে দলে থাকলেও একাদশে জায়গা পাননি ফরহাদ রেজা। তিনি জানালেন তারপরও দু’জন মানুষের জন্য খেলে যাবেন। এই অলরাউন্ডার বলেন, ‘শেখার কোনো শেষ নেই। প্রতিদিনিই নিজেকে প্রস্তুত রাখছি। আমি ক্রিকেট খেলি দুই জনের জন্য। একজন হলো আমার মা, আরেক জনের নাম বলবো না। ওরা অপেক্ষা করে যে কখন খেলবো আমি। সেজন্যই নিজেকে সবসময় ফিট রেখেছি খেলার জন্য।’
রাসেল ডমিঙ্গো প্রসঙ্গে বলেন, ‘আমি আগের কোচ স্টিভ রোডসকে একটি সিরিজে পেয়েছি, আয়ারল্যান্ড সিরিজে। এরপর তিনি ছিলেন না। তাকেও (ডমিঙ্গো) দুই তিন দিন পেয়েছি। যেহেতু ৩৫ জনের ক্যাম্প তারও সময় লাগে সবাইকে টাইম দিতে। যতটুকু সময় দিচ্ছে ভালোই।’
পছন্দের ফরম্যাট নিয়েও মুখ খুলেন ফরহাদ। বলেন, ‘আমার টি-টুয়েন্টি-ওয়ানডে আমার পছন্দের খেলা। যেটাই হয় ক্রিকেট তো খেলতেই হবে। তবে আমি সবই খেলতে চাই। আপনি যা খেলাবেন আমি সবই খেলবো কারণ খেলতেই এসেছি আমি।’
Discussion about this post