বেশ জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। ফেভারিট বলে যেন কিছু নেই। পা পিছলে গেছে তিন ফেভারিট আর্জেন্টিনা, জার্মানি আর ব্রাজিলের। সেই উত্তেজনা পূর্ণ রাশিয়া বিশ্বকাপ ফুটবলে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় কলম্বিয়ার সঙ্গে লড়বে জাপান। তারপর পোল্যান্ড-সেনেগাল লড়াই। রাতে স্বাগতিক রাশিয়ার সঙ্গে খেলবে মোহাম্মদ সালাহর মিসর। ইনজুরি কাটিয়ে দলের সেরা এই তারকার এই ম্যাচে মাঠে নামাটা নিশ্চিত। কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে মিসরের। প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে হার চাপে রেখেছে তাদের। অন্যদিকে সৌদি আরবের বিপক্ষে ৫-০ গোলে জিতে ভাল অবস্থানে রাশিয়া। এই ম্যাচ জিতলে তারা পেয়ে যাবে দ্বিতীয় রাউন্ডের টিকিট। তাইতো ম্যাচটা বেশ গুরুত্বর্পূন!
২৬ বছর বয়সী সালাহর ফুটবল দেখতে অপেক্ষায় গোটা বিশ্ব। ইনজুরি কাটিয়ে এই স্ট্রাইকারও প্রস্তুত।
চলুন জেনে নেই মঙ্গলবারের ম্যাচ তিনটির সময়সূচি।
কলম্বিয়া-জাপান
সরাসরি, সন্ধ্যা ৬টা
বিটিভি, নাগরিক টিভি, মাছরাঙা, সনি ইএসপিএন, সনি টেন টু
পোল্যান্ড-সেনেগাল
সরাসরি, রাত ৯টা
বিটিভি, নাগরিক টিভি, মাছরাঙা, সনি ইএসপিএন, সনি টেন টু
রাশিয়া-মিসর
সরাসরি, রাত ১২টা
বিটিভি, নাগরিক টিভি, মাছরাঙা, সনি ইএসপিএন, সনি টেন টু
Discussion about this post