অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হল। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে চারটি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার আক্ষেপ এবার ঘুঁচল। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে ভারতের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিল শ্রীলঙ্কা। ১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। ১৮ বছরের অপেক্ষা শেষে আবারো বিশ্বসেরা তারা। এবার অবশ্য টি-টুয়েন্টির সেরা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলে ১৩০ রান। এবারো ব্যাট হাতে সফল বিরাট কোহলি। মাত্র ৫৮ বল খেলে তিনি করেন ৭৭ রান। এই বিশ্বকাপে সব মিলিয়ে তার রান ৩১৯! গড় ১০৬.৩৩! টুর্নামেন্টের সেরা হয়েছেন তিনিই।
জবাব দিতে নেমে ১৭.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় লঙ্কানরা। ৩৫ বলে ৫২ রান করেন কুমার সাঙ্গাকারা। ফাইনাল সেরা তিনিই।
এই ম্যাচ দিয়ে টি-টুয়েন্টিকে বিদায় বলেছেন মাহেলা জয়াবর্ধানে এবং সাঙ্গাকারা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৩০/৪ (রোহিত ২৯, কোহলি ৭৭, যুবরাজ ১১; হেরাথ ১/২৩)।
শ্রীলঙ্কা: ১৭.৫ ওভারে ১৩২/৪ (দিলশান ১৮, জয়াবর্ধনে ২৪, সাঙ্গাকারা ৫২*, থিসারা ২১*; রায়না ১/২৪)।
ফাইনালসেরা: কুমার সাঙ্গাকারা
ফল: শ্রীলঙ্কা জয়ী ৬ উইকেটে
টুর্নামেন্টসেরা: বিরাট কোহলি
http://youtu.be/-Kj_qZ0O8qw
Discussion about this post