ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বয়স ৪১ ছুঁইছুঁই। কিন্তু মাঠের ক্রিকেটে এখনও দাপট দেখাচ্ছেন শহিদ আফ্রিদি। যা আরও কয়েক বছর দেখতে চান তার ভক্তরা। ব্যাপারটি মাথায় রেখেই শনিবার টি-টেন ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে ম্যাচ-সেরা হওয়ার পর পাকিস্তানি অলরাউন্ডার বললেন, ভক্তদের ভালোবাসার মূল্য দিতেই আরও দু-এক বছর তিনি খেলে যাবেন।
এবার টি-টেন টুর্নামেন্টে খেলতে নামার আগে এবার বেশ ঝক্কি পোহাতে হয় আফ্রিদিকে। সংযুক্ত আবর আমিরাতে গিয়েও ভিসা জটিলতায় দেশে ফিরতে হয়। পরে ভিসা নিয়ে আবার আমিরাতে ফিরে কোয়ারেন্টিনের পালা। এরপর মাঠে নেমেই দারুণ খেললেন তিনি। পুরস্কার স্বরুপ পেলেন ম্যাচ সেরার পুরস্কার।
আবু ধাবিরর বিপক্ষে শনিবার কালান্দার্সের হয়ে আফ্রিদি পল স্টার্লিং ও বেন ডাকেটের উইকেট নেন ২ ওভারে ১৬ রান দিয়ে। দল জেতে ৯ উইকেটে।
ম্যাচ শেষে নিজের ভবিষ্যত ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আফ্রিদি বলেন, ‘ভালো ব্যাপার হলো, আমি এখনও ক্রিকেট উপভোগ করছি। ক্রিকেট ও আমার ভক্তদের নিয়ে আমার আবেগ এখনও তীব্র। তারা আমাকে ক্রিকেট খেলতে দেখতে চায়। ভক্তদের জন্যই আমি ক্রিকেট খেলতে ভালোবাসি এবং তাদের জন্যই আরও দু-এক বছর খেলে যাব।’
আফ্রিদি আরও বলেন, ‘ক্রিকেট খেলতে হলে শতভাগ নিবেদন থাকা উচিত এবং ফিট থাকা উচিত। কারণ খেলাটি স্কিলের। আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভক্তদের হতাশ না করতে।’
Discussion about this post