জেমি সিডন্সকেই দ্বায়িত্বটা দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি নিজেও তরুণদের নিয়ে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু তাকে এখন জাতীয় দল নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে। তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন না এই ব্যাটিং পরামর্শক। তাইতো জাতীয় দলে সিডন্সের বদলি হিসেবে নতুন ব্যাটিং কোচ এনে তাকে এইচপি, ‘এ’ দল ও টাইগার্সের সঙ্গে যুক্ত করতে চায় বিসিবি।
তরুণদের নিয়ে কাজ করাতেই বেশি আগ্রহ সিডন্সের। বিসিবিও এমনটাই চাইছে। ভবিষ্যতের জাতীয় দলের ক্রিকেটার গড়ার দ্বায়িত্বটা তার হাতে দিয়ে চায় বোর্ড। সেই পথে হেঁটে এখন এখন ব্যাটিং কোচের সন্ধ্যানে বিসিবি।
এখন থেকে ‘এ’ দল, হাইপারফরম্যান্স বিভাগ ও বাংলাদেশ টাইগার্সকে নিয়ে কাজ করবেন সিডন্স। তাইতো সিডন্সের জায়গায় জাতীয় দলে নতুন একজন ব্যাটিং কোচ নিয়োগ দিতে চান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। গণমাধ্যমে তিনি এমনটাই বললেন, ‘আমরা ঠিক করেছি জেমি সিডন্সকে এইচপি, ‘এ’ দল ও টাইগার্সে নিয়ে আসব। তখন জাতীয় দলের জন্য একজন ব্যাটিং কোচ খুঁজতে হবে। তার মানে এই নয় যে আমরা ভারত আসার আগেই একজন ব্যাটিং কোচ নিয়ে আসব। কোচ পাওয়া এত সহজ নয়।’
এমনিতে টি-টুয়েন্টিতে খুব একটা ভাল সময় যাচ্ছিল না বাংলাদেশের। যদিও বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে দুই ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। এবার এখানে সিডন্সের স্পর্শে পথ খুঁজে পেয়েছে দল।
এই ব্যাপারটা নিয়ে নাজমুল হাসান পাপন বলছিলেন, ‘তিনটা ফরম্যাট যদি দেখি, তাহলে সবচেয়ে খারাপ অবস্থা ছিল টি-টুয়েন্টিতে। এই সংস্করণে খুবই খারাপ করছিলাম। একেবারে নিচের দিকেই যাচ্ছিলাম। সে জন্য আমরা একটা সিদ্ধান্ত নিই, এই সংস্করণে কীভাবে আমূল পরিবর্তন আনা যায়। সে জন্য আমরা বড় পরিবর্তন এনেছি। শুধু কোচিংয়ে না, খেলোয়াড়ও পরিবর্তন করেছি।’
জাতীয় দলের সামনেই ফের ব্যস্ত হয়ে উঠবে। ঘরের মাঠে দেশের মাঠে তিনটি ওয়ানডে আর দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।
Discussion about this post