ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিকেলটা শেষ পর্যন্ত খেলাই হলো না। বৃষ্টির পেটে গেল ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশন। প্রথমে আধঘণ্টার মতো শ্রীলঙ্কা ও বাংলাদেশের খেলা বন্ধ ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে। এরপরই আলোর স্বল্পতা। দুইয়ে মিলে মাঠের বাইরেই দিনের তৃতীয় সেশন কাটল দুই দলের। এরমধ্যে ৬ উইকেটে শ্রীলঙ্কা তাদের ১ম ইনিংসে তুলেছে ৪৬৯ রান।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমান্নে বেশ ভুগিয়েছেন দলকে। সেদিন শ্রীলঙ্কা ২৯১ রান তুলে, যেখানে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি ছিল ১ উইকেট। দ্বিতীয় দিনও ক্যান্ডির ব্যাটিং স্বর্গে দাপট লঙ্কানদেরই।
তবে দুর্দান্ত বোলিংয়ে আলো ছড়ালেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তার বলে এদিনও পড়ল ক্যাচ। শেষদিকে রমেশ মেন্ডিসের ক্যাচ নাজমুল হোসেন শান্ত না ফেললে তো চার উইকেট হয়ে যেতো তার।
লঙ্কানদের হয়ে শুক্রবার দ্বিতীয় দিন হাফ সেঞ্চুরি করেন ওশাডা ফার্নান্ডো ও নিরোশান ডিকবেলা। ৬৪ রান করে অপরাজিত ডিকবেলা। ওশাডাকে ৮১ রানে ফেরান মেহেদী হাসান মিরাজ। তাইজুল ইসলাম তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভার (২) উইকেট। ৩ উইকেট নিয়েছেন তাসকিন।
থিরিমান্নেকে ১৪০ রানে ও অ্যাঞ্জেলো ম্যাথুজকে ৫ রানে ফেরান তাসকিন। পাথুম নিশানকার অফস্টাম্প উড়িয়ে দেন এই পেসার।
সিরিজের প্রথম টেস্টেও ছিল ব্যাটসম্যানদের দাপট। যেখানে সেঞ্চুরি পেয়েছিলেন একাধিক ব্যাটসম্যান। তবে এবার ক্যান্ডির উইকেটে তেমন সুযোগ বাংলাদেশের ব্যাটসম্যানরা পাবেন বলে মনে হয় না। ব্যাটিং স্বর্গ নয় এবারের উইকেট। বাউন্স কিছুটা অসমান। অনেকটাই নিচু হয়েছে পেসারদের বল। টার্ন ও বাড়তি বাউন্স পেয়েছেন স্পিনাররা। এমন উইকেটে ব্যাট করা চ্যালেঞ্জই হবে বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ১৫৫.৫ ওভারে ৪৫৯/৬ (থিরিমান্নে ১৪০, করুনারত্নে ১১৮, ফার্নান্দো ৮১, ডিকওয়েলা ৬৪; তাসকিন ৩/১১৯, তাইজুল ১/৮৩, শরিফুল ১/৯১)
#দ্বিতীয় দিন শেষে
Early Stumps at Pallekele, Sri Lanka on 469/6. Niroshan Dickwella(64*) at the crease with Ramesh Mendis(24*).
9:45AM start tomorrow.#SLvBAN pic.twitter.com/BzNGisPfqX— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) April 30, 2021
Discussion about this post