ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেই বলে দুর্দান্ত দাপট! টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালেও সেই একই ছন্দে খেলল বাংলাদেশের মেয়েরা। শনিবার আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়ে সালমা খাতুনের দল জিতে নিয়েছে বাছাই পর্বের শিরোপা।
বাছাই পর্বের ফাইনালের উঠেই টি-টুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। একইভাবে আইরিশরা সেমির বাধা টপকেই পেয়ে যায় আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট।
সেই হিসেবে শনিবারের ফাইনাল ম্যাচটি ছিল সম্মানের লড়াই। যেখানে নেদারল্যান্ডসের উট্রেক্টে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশের মেয়েরা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে টাইগ্রেসরা তুলে ১২২ রান। তারপর ৯৭ রানে অলআউট করে দেয় প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে।
এর আগে গতবার বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের কাছেই হেরেছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। শনিবার সালমার দল তারই প্রতিশোধ নিল।
শিরোপা লড়াইয়ের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে শামিমা সুলতানা আর আয়েশা রহমান ঝড় তুলেন। ৪ ওভারে তারা করেন ২৮ রান। শামিমা ফিরেন ১৬ বলে ১৬ রান তুলে। আয়েশা টি-টুয়েন্টিতে ক্যারিয়ারসেরা ৪৬ রান করেন। ৪২ বলে ৫ চার আর ২ ছক্কায় এই ইনিংস খেলেন তিনি। ফারজানা করেন ১৭ রান।
সেই ১২২ রানের পুঁজি নিয়ে দলকে জিততে বড় ভূমিকা রাখেন পান্না ঘোষ। বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন এ পেসার। ১৬ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট। জয়ের কারিগর তিনিই।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১২২/৯ (শামিমা ১৬, আয়েশা ৪৬, ফারজানা ১৭, নিগার ৫, সানজিদা ০, রুমানা ১, ফাহিমা ৫, জাহানারা ১২*, সালমা ৭, পান্না ০, নাহিদা ১*; ম্যাটকাল্ফ ২/২৪, ও’রাইলি ৪/২৮, ডেলানি ১/১৯)।
আয়ারল্যান্ড: ১৯.৪ ওভারে ৯৭/১০ (লুইস ২৬, রিচার্ডসন ২৩, শিলিংটন ১৪, ; জাহানারা ১/১২, পান্না ৫/১৬, নাহিদা ২/১৫, রুমানা ২/১৪)।
ফল: বাংলাদেশ ২৫ রানে জয়ী
ম্যাচসেরা: পান্না ঘোষ
Discussion about this post