শুক্রবার পুর্নাঙ্গ এক ক্রিকেট সফরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তার আগে বৃহস্পতিবার টেস্ট দল ঘোষণা করল তারা। যেখানে ডাক পেলেন ৩ নতুন মুখ -ওয়েলিংটন মাসাকাদজা। তাতেই তিন মাসাকাদজা ভাইয়ের জায়গা হলো দলে। অন্য দুজন হলেন হ্যামিল্টন মাসাকাদজা এবং সিঙ্গিরাই মাসাকাদজা।
এক টেস্ট খেলুড়ে দলে তিন ভাইয়ের দেখা সত্যিই বিরল।
এর আগে ১৯৬৯ সালে করাচি টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলে একই সঙ্গে খেলেছিলেন হানিফ মুহাম্মদ, মুশতাক মুহাম্মদ ও সাদিক মুহাম্মদ।
সফরে বাংলাদেশে তিনটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। প্রথমটি শুরু ২৫ অক্টোবর মিরপুরে। এরপর ৩ নভেম্বর শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট ১২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
৫ ম্যাচের একটি ওয়ানডে সিরিজের প্রথমটি ২১ নভেম্বর।
জিম্বাবুয়ের টেস্ট দল
ব্রেন্ডন টেলর (অধিনায়ক ), সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, ব্রায়ান চারি, টেন্ডাই চাটারা, এল্টন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, টাফাজয়া কামুনগোজি, হ্যামিল্টন মাসাকাদজা, সিঙ্গিরাই মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, নাটাসাই এমসাংয়ে, রিচমন্ড মুতুমবামি, জন নিউম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ভুসিমুজি সিবান্দা এবং ম্যালকম ওয়ালার।
Discussion about this post