কিছুতেই পথ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে। আর শুক্রবার ভারত ৮ উইকেটে মুশফিকুর রহীমদের হারিয়ে সবার আগে সেমিফাইনালে উঠে গেল ভারত। টানা তিন ম্যাচ জিতল মহেন্দ্র সিং ধোনির দল।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৮ রান করে বাংলাদেশ।
অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে এনামুল হকের ৪৬ রানের জুটিতে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। ৪৩ বলে এনামুল ৪৪ রান করেন। মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন ৩৩ রানে।
২৬ রানে ৩ উইকেট নেন অমিত মিশ্র।
জবাব দিতে নেমে অনায়াসেই ১৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। রোহিত শর্মা ৪৪ বলে করেন ৫৬ রান। বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৫০ বলে ৫৭ রান।
৩০ মার্চ পাকিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশ।
বাংলাদেশ-ভারত
টস : ভারত
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
তামিম ক রায়না ব অশ্বিন ৬ ১০ ১ ০
এনামুল ব অমিত মিশ্র ৪৪ ৪৩ ৫ ২
শামসুর ক শর্মা ব অশ্বিন ০ ১ ০ ০
সাকিব ব কুমার ১ ২ ০ ০
মুশফিক ক কোহলি ব শামি ২৪ ২১ ৪ ০
নাসির স্টা. ধোনি ব অমিত মিশ্র ১৬ ১৭ ১ ০
মাহমুদউল্লাহ অপরাজিত ৩৩ ২৩ ৫ ১
জিয়াউর ক জাদেজা ব অমিত মিশ্র ০ ১ ০ ০
মাশরাফি অপরাজিত ৬ ২ ০ ১
অতি. (বা ৪, লেবা ২, ও ২) ৮
মোট (৭ উইকেট, ২০ ওভার) ১৩৮
উইকেট পতন : ১-২০, ২-২০, ৩-২১, ৪-৬৭, ৫-৮২, ৬-১৩১, ৭-১৩১।
বোলিং : ভুবনেশ্বর কুমার ৩-০-২১-১, রবিচন্দ্রন অশ্বিন ৪-০-১৫-২, মোহাম্মদ শামি ৩-০-২৯-১, রবীন্দ্র জাদেজা ৪-০-৩০-০, সুরেশ রায়না ২-০-১১-০, অমিত মিশ্র ৪-০-২৬-৩।
ভারত ইনিংস রান বল ৪ ৬
রোহিত শর্মা ক নাসির ব মাশরাফি ৫৬ ৪৪ ৫ ১
ধাওয়ান ব আল-আমিন ১ ৬ ০ ০
কোহলি অপরাজিত ৫৭ ৫০ ৩ ১
ধোনি অপরাজিত ২২ ১২ ১ ২
অতি. (ও ৪, নোব ১) ৫
মোট (২ উইকেট, ১৮.৩ ওভার) ১৪১
উইকেট পতন : ১-১৩, ২-১১৩।
বোলিং : মাশরাফি বিন মর্তুজা ৪-০-২৩-১, সোহাগ গাজী ৩-০-২১-০, আল-আমিন হোসেন ৪-০-৩৮-১, সাকিব আল হাসান ৪-০-২৬-০, জিয়াউর রহমান ২.৩-০-২৬-০, মাহমুদউল্লাহ রিয়াদ ১-০-৭-০।
ফল : ভারত ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : রবিচন্দ্রন অশ্বিন।
Discussion about this post