এ মুহুর্তে বিশ্বসেরা ক্রিকেটারদের একজন তিনি। ব্যাট হাতে দারুন খেলে যাচ্ছেন যাচ্ছেন হাশিম আমলা। সেটার স্বীকৃতি দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দেশের বর্ষসেরা ক্রিকেটারসহ চারটি পুরস্কার পেয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান। ৭৬ ওয়ানডে ও ৭০ টেস্ট খেলা অভিজ্ঞ এ প্রোটিয়া ক্রিকেটার জিতেছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার পুরস্কার। হয়েছেন দক্ষিণ আফ্রিকা ভক্তদের ভোটে বর্ষসেরা ক্রিকেটার। এছাড়া প্রথম প্রোটিয়া হিসেবে ট্রিপল সেঞ্চুরি করায় পেয়েছেন কেএফসি ‘সো গুড’ অ্যাওয়ার্ড। ২০১২ সালের ১ মে থেকে চলতি বছর ৩০ এপ্রিল পর্যন্ত টি-টুয়েন্টি, ওয়ানডে ও টেস্ট পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এ পুরস্কার দেওয়া হয়।।
এছাড়া এবি ডি ভিলিয়ার্স বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ও পেসার ডেল স্টেইন বর্ষসেরা টি-টুয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। খেলোয়াড়দের ভোটে বর্ষসেরাও হয়েছেন ভিলিয়ার্স।
Discussion about this post