ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা নিয়ে সতর্ক প্রতিটি দেশই। এই সতর্কতা থেকেই পর্যটকদের জন্য থাকে আলাদা নিয়ম। তবে বাংলাদেশ ক্রিকেট দলকে কঠিন নিয়মের মধ্য দিয়ে যেতে হলো না। মাত্র তিনদিন হোটেলবন্দি এরপরই মুক্তি। তিন দিনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে দুই দফা করোনাভাইরাস পরীক্ষার পর নেগেটিভ সনদ নিয়ে বৃহস্পতিবা) থেকে অনুশীলন শুরু করেছেন মুমিনুল হকরা।
নিউজিল্যান্ডে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল বাংলাদেশ দলকে। শ্রীলঙ্কায় এতো কড়াকড়ি ছিল না। মাত্র ৩ দিনের হোটেলবন্দি কোয়ারেন্টাইন।
বৃহস্পতিবার প্রথম দিনের অনুশীলন ছিল বাংলাদেশ দলের। তারপরও স্কিল অনুশীলন সেরেছেন ক্রিকেটাররা। পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, খালেদ আহমেদদের নিয়ে কাজ করলেন। ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ফিল্ডিং অনুশীলনও করেন মুমিনুল-মুশফিকুর রহিমরা।
কোয়ারেন্টাইন পর্ব শেষ। ১৬ এপ্রিলও অনুশীলন করবে বাংলাদেশ দল। তারপরই ১৭-১৮ এপ্রিল কাতুনায়েকে ভেন্যুতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। এরপরই ঘোষণা করা হবে চূড়ান্ত দল।
১৯ এপ্রিল নেগাম্বুয়া প্রথম টেস্টের ভেন্যু ক্যান্ডিতে যাবে বাংলাদেশ দল। ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। ২২ দিনের সফর শেষে ৪ মে দেশে ফিরবে টাইগাররা।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈ, হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
Discussion about this post