ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের একই গল্প। লড়াই করে জয়ের খুব কাছে গিয়েও হৃদয় ভাঙা হার! পারল না বাংলাদেশ। শুরুতে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং। এরপর সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটিংয়ে দাপটই ছিল টাইগারদের। কিন্তু শেষটায় এসে হলো না!
বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালে উঠে গেল ভারত। আর ভাঙল বাংলাদেশের সেমি-ফাইনালে খেলার স্বপ্ন। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল দল।
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছিল ৩১৪ রান। জবাবে নেমে ৪৮ ওভারে অলআউট হয়ে দল তুলে ২৮৬ রানে। এই জয়ে অস্ট্রেলিয়ার পর বিশ্বকাপে সেমি-ফাইনালের টিকিট পেল ভারত।
তাই তো বড় দুঃখে সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ ফেসবুকে লিখেছেন, ”তুমি বড্ড নিষ্ঠুর, হে ক্রিকেট দেবতা। আমাদের সঙ্গে বারবার করো নির্মম রসিকতা। নির্দয়ের মতো ক্রুর হাসিতে এফোঁড়-ওফোঁড় করে দাও লাল-সবুজের ১৬ কোটি হৃদয়।
বুঝেছি তো, ভারতের বিপক্ষে জেতাবে না আমাদের। তাহলে এত কাছে কেন নিয়ে যাও বারবার? কেন বেঙ্গালুরু, কলম্বো, দুবাইয়ের সঙ্গে মিলিয়ে দাও আজকের বার্মিংহাম?
স্বপ্নপাখির ডানা পুড়ে গেছে। আশার ঘুড়ি ভোকাট্টা। আফসোস-আক্ষেপ-আর্তনাদ ছাপিয়ে ৫৬ হাজার বর্গমাইলজুড়ে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। যেন মৃত্যুপুরীর নিঃসীম নির্জনতা।
আহা রে, আমাদের স্বান্তনার জায়গাটুকুনও তো রইল না! স্বয়ং ক্রিকেট-দেবতাই যদি থাকে বাংলাদেশের বিপক্ষে-তাহলে আর আকাশ থেকে সূর্য ছিনিয়ে আনার প্রতিজ্ঞা পূরণ হয় কিভাবে?”
আসলেই হল না টাইগারদের। অথচ টার্গেটটা হাতের নাগালেই ছিল। ৩১৫। কিন্তু ব্যাটিংটা ঠিক যুতসই হণলো কোথায়? লড়লেন ফের সাকিব আল হাসান। এবার তার ব্যাটে ৬৬। এরপর কথা বলল সাইফউদ্দিনের ব্যাট। তিনি শেষ অব্দি লড়ে অপরাজিত থাকলেন ৫১ রানে। সঙ্গীর অভাবে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়লেন তিনি!
এর আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মা তুলে নেন শতরান। চলতি বিশ্বকাপে এটি তার চার নম্বর শতক। ১০৪ রানে ফেরেন তিনি। আর লোকেশ রাহুল করেন ৭৭। রিশব পান্ত ৪৮। মুস্তাফিজ তুলে নিয়েছিলেন ৫ উইকেট। তবে ম্যাচসেরা সেঞ্চুরিয়ান রোহিত।
৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ। যা কীনা শুধুই সম্মানের লড়াই!
এ অবস্থায় বিশ্বকাপে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ভারতের সংগ্রহ ১৩ পয়েন্ট। ৮ ম্যাচে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১ ও ইংল্যান্ডের ১০। বুধবার নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এই ম্যাচে ইংল্যান্ডকে জিততেই হবে। ইংলিশরা জিতলে তাদের সংগ্রহ দাঁড়াবে ১২। জিতলেই তৃতীয় দল হিসেবে শেষ চারে উঠে যাবে ইয়ন মরগানের দল। ইংল্যান্ড হেরে গেলে সেমি-ফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। তখন ইংল্যান্ড থাকবে বিপাকে। তখন বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে জিতলেও রানরেটে বিদায় নিতে পারে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৫০ ওভারে ৩১৪/৯ (রাহুল ৭৭, রোহিত ১০৪, কোহলি ২৬, পান্ত ৪৮, পান্ডিয়া ০, ধোনি ৩৫, কার্তিক ৮, ভুবনেশ্বর ২, শামি ১, বুমরাহ ০*; মাশরাফি ৫-০-৩৬-০, সাইফ ৭-০-৫৯-০, মুস্তাফিজ ১০-১-৫৯-৫, সাকিব ১০-০-৪১-১, মোসাদ্দেক ৪-০-৩২-০, রুবেল ৮-০-৪৮-১, সৌম্য ৬-০-৩৩-১)
বাংলাদেশ: ৪৮ ওভারে ২৮৬ (তামিম ২২, সৌম্য ৩৬, সাকিব ৬৬, মুশফিক ২৪, লিটন ২২, মোসাদ্দেক ৩, সাব্বির ৩৬, সাইফ ৫১*, মাশরাফি ৮, রুবেল ৯, মুস্তাফিজ ০; ভুবনেশ্বর ৯-০-৫১-১, বুমরাহ ১০-১-৫৫-৪, শামি ৯-০-৬৮-১, চেহেল ১০-০-৫০-১, পান্ডিয়া ১০-০-৬০-৩)
ফল: ভারত ২৮ রানে জয়ী
ম্যাচসেরা: রোহিত শর্মা
Discussion about this post