ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশের সামনে ছিল সহজ সমীকরণ-জিতলেই নিশ্চিত ফাইনাল। এমন লক্ষ্যের সামনে দাঁড়িয়ে খুব একটা স্বস্তিতে ছিল না বাংলাদেশ। কেননা, আগের ম্যাচেই দল হেরেছে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা পর্বে পাওয়া জয়টাও অনায়াস ছিল না! এ অবস্থায় ভিন্ন এক বাংলাদেশেরই দেখা মিলল বুধবার চট্টগ্রামে। একেবারে অনায়াসেই হ্যামিল্টন মাসাকাদজাদের উড়িয়ে দিয়ে সাকিব আল হাসানের দল তুলে নিয়েছে দুর্দান্ত এক জয়।
নিজেদের তৃতীয় ম্যাচে সাকিব আল হাসানের দল জিতেছে ৩৯ রানে। এই জয়ে ওভাই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গে রশিদ খানের আফগানিস্তান।
বুধবার টস হারলেও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ফিফটিতে ১৭৫ রানে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। এরপর বোলারদের ম্যাজিকে হাসি মুখে মাঠ ছাড়ে টাইগাররা।
বাংলাদেশেও দেওয়া ১৭৬ রানের চ্যালেঞ্জে নেমে ২০ ওভারে ১৩০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৫৪ রান করেন রিচমন্ড মুতুম্বামি।
এর আগে মাহমুদুল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি পায় দল। তিনি করেন ৪১ বলে ৬২ ও লিটন দাসের ২২ বলে ৩৮ রানে। দুই ওপেনার লিটন দাস ও অভিষিক্ত নাজমুল হোসেন শান্ত গড়েন ৪৯ রানের জুটি। শান্ত ৯ বলে ১১ রান করে ফেরেন সাজঘরে। লিটন এরপর ২২ বলে দুই ছক্কা ও চার বাউন্ডারিতে করেন ৩৮ রান।
তারপর সাকিব দ্রুত ফিরলেও মাহমুদুল্লাহ-মুশফিক জুটিতে ভাল পুঁজি পায় দল। ২৬ বলে এক ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৩২ রান করে মুশফিক। মাহমুদুল্লাহ ৪১ বল খেলে ১ চার ও ৫ ছক্কায় খেলেন ৬২ রান তুলেন। জিম্বাবুয়ের কাইল জার্ভিস ৩২ রান দিয়ে নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে শুরুতেই পথ হারায় অতিথি দল। এক পর্যায়ে ৬৬ রানে ৭ উইকেট হারায়। তবে এরপরই রিচমন্ড মুতুম্বামি ও জার্ভিস জুটি ৩০ বলে পঞ্চাশ রান তুলেন। তিনটি করে চার ও ছয়ে ৩০ বলে অর্ধশতক করেন মুতুম্বামি। ৩২ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৫৪ রান করেন মুতুম্বামি। ২৭ রানে আউট জার্ভিস।
এদিন অনন্য মাইলফলকে পা রাখে মুস্তাফিজুর রহমান। কাইল জার্ভিসকে ফিরিয়ে নেন টি-টুয়েন্টিতে নিজের ৫০তম উইকেট। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই সংস্করণে ৫০ উইকেট পেলেন মুস্তাফিজ।
শফিউল তার ক্যারিয়ার সেরা বোলিং করে ৪ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট। অভিষিক্ত স্পিনার আমিনুল বিপ্লব নেন ১৮ রানে ২ উইকেট। তবে ম্যাচসেরা মাহমুদউল্লাহ!
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৭৫/৭ (শান্ত ১১, লিটন ৩৮, সাকিব ১০, মুশফিক ৩২, মাহমুদউল্লাহ ৬২, আফিফ ৭, মোসাদ্দেক ২, সাইফ ৬*, আমিনুল ০*; এনডিলোভু ৩-০-৩২-০, জার্ভিস ৪-০-৩২-৩, এমপোফু ৪-০-৪২-২, উইলিয়ামস ৪-০-২৬-০, বার্ল ১-০-১৩-১, মাতুমবদজি ৩-০-১৭-১, মাদজিভা ১-০-১০-০)
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৩৬/১০ (টেলর ০, মাসাকাদজা ২৫, চাকাভা ০, উইলিয়ামস ২, মাতুমবদজি ১১, বার্ল ১, মুতুমবামি ৫৪, মাদজিভা ৯, জার্ভিস, এনডিলোভু ২, এমপোফু ০*; সাইফ ৪-০-১৪-১, সাকিব ৪-০-২৮-১, শফিউল ৪-০-৩৬-৩, মুস্তাফিজ ৪-০-৩৮-২, আমিনুল ৪-০-১৮-২)
ফল: বাংলাদেশ ৩৯ রানে জয়ী
ম্যাচসেরা: মাহমুদউল্লাহ রিয়াদ
Discussion about this post