ক্রিকবিডি২৪.কম ডেস্ক
বেলজিয়ামের স্বপ্ন মাড়িয়ে মঙ্গলবার বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ফ্রান্স। আজ বুধবার আরেকটি দল নিশ্চিত হয়ে যাবে। ফাইনালে উঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি ক্রোয়েশিয়া। আরেকটি রোমাঞ্চকর ম্যাচের মঞ্চ তৈরি।
সেই ১৯৬৬ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এরপর থেকেই বড় মঞ্চে সাফল্য নেই তাদের। এবার ইতিহাস গড়েই হ্যারি কেইনরা উঠে এসেছেন সেমিফাইনালে। দুটো বাধা পেরেলোই ৫২ বছর পর আবারো শিরোপা ধরে দেবে ইংলিশদের হাতে।
অন্যপ্রান্তে ইতিহাস গড়ার নেশায় ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালের পর প্রথমবার সেমিফাইনালে উঠেছে বলকান অঞ্চলের এই দেশটি। প্রথমবারের মতো ট্রফি জেতার স্বপ্নে বিভোর লুকা মরডিচরা। এই ম্যাচের বিজয়ী দল ১৫ জুলাই ফাইনালে মুখোমুখি হবে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের।
ইভান রাকিতিচ, মারিও মানজুকিচ, ইভান পেরিসিচদের নিয়ে এবারের ক্রোয়াট দলটাকে বলা হচ্ছে সোনালী প্রজন্মের প্রতিনিধি। দুর্দান্ত খেলছে দলটি। তবে এখানে হ্যারি কেইনের মতো গোল মেশিনকে আটকাতে হবে। যিনি ৬ গোল করে রাশিয়া বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে এগিয়ে গেছেন। অবশ্য এর আগে ক্রোয়েশিয়ান ডিফেন্স আটকে দিয়েছিল আর্জেন্টনার লিওনেল মেসিকে!
১০ বছর পর নক আউট বাধা পেরিয়েছে ইংল্যান্ড। হেড টু হেড-পরিসংখ্যানে তারা এগিয়ে আছে ক্রোয়েশিয়ার চেয়ে। দুই দলের দেখা হয়েছে ৭ বার। যারমধ্যে ৪বার জিতেছে ইংলিশরা। দুইবার ক্রোয়েশিয়া। অন্য ম্যাচটি ড্র হয়েছে।
বুধবার রাতের এই সেমিফাইনাল ম্যাচটি সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। চলুন দেখে নেই কারা দেখাচ্ছে ম্যাচটি।
সেমিফাইনাল
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া
সরাসরি, রাত ১২টা
বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি,
সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি
Discussion about this post