স্বপ্নের ক্রিকেট খেলছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে হারিয়ে চমকের শুরু। তারপর চ্যাম্পিয়ন ভারতকেও হারিয়ে নিজেদের নিয়ে যায় অনন্য উচ্চতায়। আর বৃহস্পতিবার থাইল্যান্ডকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের পথে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
থাইল্যান্ডকে ৯ উইকেটে গুঁড়িয়ে টানা তৃতীয় জয় পেল সালমার দল। কুয়ালালামপুরে প্রতিপক্ষকে ৬০ রানে বেঁধে রেখে টাইগ্রেসরা জিতে ৫৩ বল বাকি রেখে। শনিবার প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে মালয়েশিয়ার সঙ্গে। দুর্বলতম সেই দেশটিকে হারাতে পারলেই ফাইনালের টিকিট পেয়ে যাবে নারী দল।
বৃস্পতিবার জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ব্যাটসম্যানরাই। জাহানারা আলমের আক্রমণে শুরুতেি্ এলোমেলো হয়ে যায় থাইদের ব্যাটিং লাইন আপ। তারপর অধিনায়ক সালমা খাতুন ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন। ৪ ওভারে ১০ রানে দুটি উইকেট নেন নাহিদা আক্তার। ৯ রানে এক উইকেট ফাহিমা খাতুনের।
সেই মামুরি রান তাড়া করতে নেমে আয়েশা রহমান ও নিগার সুলতানার ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। ২৮ বল খেলে দুজনই অপরাজিত ২৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
থাইল্যান্ড: ২০ ওভারে ৬০/৮ (নাটায়া ১৫, সিরিন্ত্রা ১৪*, সরনারিন ১৩; জাহানারা ১/১০, সালমা ২/৬, নাহিদা ২/১০, খাদিজা ১/১৪, ফাহিমা ১/৯, রুমানা ১/৯)।
বাংলাদেশ: ১১.১ ওভারে ৬২/১ (শামিমা ৮, আয়েশা ২৫*, নিগার ২৫*)
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সালমা খাতুন
Discussion about this post