এবারের দক্ষিণ আফ্রিকা সফরটা দুঃস্বপ্নের অন্য নাম হয়েই থাকছে বাংলাদেশের জন্য। প্রথমে মুশফিকুর রহীমের নেতৃত্বে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ। তারপর মাশরাফি বিন মতুর্জা দলের মেজাজটা বদলে দেবেন, এমনই ধারনা করেছিলেন বিশ্লেষকরা। কারণ তার হাত ধরেই যে টাইগার ক্রিকেট নতুন এক দিগন্তে পার রেখেছিল। কিন্তু সেই প্রত্যাশায় গুড়েবালি! তিনিও ব্যর্থ। সেই একই অবস্থা ওয়ানডেতেও হোয়াইট ওয়াশ।
এই ব্যর্থতা সঙ্গী করেই দেশে ফিরছেন মাশরাফি। ফেরার আগে অবশ্য টি-টুয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানের জন্য ছিল শুভ কামনা। গত এপ্রিলে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করন থেকে অবসর নিয়েছেন তিনি। নতুন অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে মাশরাফি বললেন, ‘টি-টুয়েন্টিতে সেরা ক্রিকেটারটিই নেতৃত্বে এসেছে। টেস্ট, ওয়ানডেতে যা হয়েছে তা ভুলে যদি নতুন সিরিজে যদি শুরু থেকে ইতিবাচক ক্রিকেট খেলতে পারি তাহলে ভালো করব আমরা।’
প্রোটিয়াদের বিপক্ষে ২ ম্যাচের এই টি-টুয়েন্টি সিরিজ কি সাকিবের জন্য নতুন পরীক্ষা? এমন প্রশ্নের সামনে দাঁড়িয়ে মাশরাফি বলেন, ‘দেখুন, সাকিবের পরীক্ষার কিছু নাই। আমার মনে হয়, সে সব জায়গাতেই চ্যাম্পিয়ন ছিল। অধিনায়ক বা খেলোয়াড় হিসেবে ও আমাদের সেরা একজন। যদি দল হিসেবে সবাই খেলতে পারে তাহলে অবশ্যই সম্ভাবনা আছে আমাদের।’
ব্যর্থ হলেও মাশরাফি মনে করেন এই সিরিজ থেকে অনেক কিছু শিখেছেন। টাইগারদের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, আমার নিজের জন্য এটা খুব ভালো হয়েছে। এরপর অবশ্যই প্রস্তুতি নিতে সুবিধা হবে আমাদের।’
Discussion about this post