দাপটেই এগিয়ে যাচ্ছিলেন লক্ষ্যের দিকে। যেমনটা বলছিলেন আগের দিন, ’ট্রিপল সেঞ্চুরিতেই চোখ আমার।’ কিন্তু আক্ষেপ থেকে গেল শামসুর রহমান শুভ’র। ৩৩ রানের জন্য পেলেন না ট্রিপল সেঞ্চুরি। শামসুরেরর ২৬৭ রানের পর ১৭২ রানের লিড নেয় ওয়ালটন সেন্ট্রাল জোন। কিন্তু এরপরই ১ উইকেটে ২৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা করে ইসলামী ব্যাংক ইস্ট জোন। এখন তারা এগিয়ে আছে ৬২ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
ইস্ট জোন: ১ম ইনিংস ৩০৩/১০ (লিটন ৭৯, নাজিম ৫৭; মাহমুদুল্লাহ ৪/৬৭) ও ২য় ইনিংস ২৩৪/১ (নাজিম ৯৭*, নাফিস ৬৩, তামিম ২৮*, মুমিনুল ৪১*; আরাফাত ১/৪১)
সেন্ট্রাল জোন: ১ম ইনিংস ৪৭৫/১০ (নাফীস ২৩, শামসুর ২৬৭, হাসান ৯৪, সানি ৩৫; মাশরাফি ৩/৯৮, আলাউদ্দিন ২/১০৪)
Discussion about this post