ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রচন্ড গরমে হঠাৎ করেই নেমে আসলো এক পশলা বৃষ্টি। খেলাটাও বন্ধ হয়ে গেল। প্রথম চার দিনের ম্যাচের তৃতীয় দিনে দাপট দেখিয়েছে বৃষ্টি! তারই পথ ধরে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের ম্যাচটি ড্রয়ের পথেই এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৬ উইকেটে ১৯০ রান নিয়ে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। আশেন বান্দারা ৫৭ ও চামিকা করুনারত্নে ৫ রানে শুক্রবার ব্যাট করতে নামবেন।
এরমধ্যে ৪ উইকেট হাতে নিয়ে ১৭০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশ তুলে ৩৬০ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ১ম ইনিংস: ১৩৫.৪ ওভারে ৩৬০/১০
শ্রীলঙ্কা ইমার্জিং দল ১ম ইনিংস: ৩৮ ওভারে ১০১/৪ (নিসানকা ১৬, কুরে ৬, আসালঙ্কা ১৮, ভানুকা ১১, মাদুওয়ান্থা ৪০, বান্দারা ৫৭*, মেন্ডিস ১৮, করুনারত্নে ৮*; ইয়াসিন ১৬-৪-২৮-০, শফিকুল ২০-৬-৪৭-১, নাঈম ৩২-১২-৬৪-৪, তানভীর ১৭-৬-৩০-১, আফিফ ২-১-৬-০)
Discussion about this post