একেই বলে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা! চ্যাম্পিয়ন হওয়ার মিশনেই আবুধাবিতে পা রেখেছিল বাংলাদেশ নারী দল। কোন অঘটন স্পর্শ করেনি। ট্রফি জিতেই মিশন শেষ করেছে টাইগ্রেসরা। একইসঙ্গে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় নারী বিশ্বকাপেও জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ট্রফি নিয়েই বিশ্বকাপে দল।
রোববার রাতে আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এ নিয়ে তৃতীয়বারের মতো বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় বসবে ১০ দলের বিশ্বকাপের মূল আসর।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার টস ভাগ্যটা বাংলাদেশের মেয়েদের সঙ্গেই ছিল। তারা আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১১৩ রানে থামে আয়ারল্যান্ড।
বাংলাদেশের ফারজানা ৫৫ বলে ৭ চারে ৬১ রান করেন। রুমানা আহমেদ করেন ২১। এরপর বল হাতে ২৪ রানে ৩ উইকেট নেন রুমানা। সানজিদা, নাহিদা ও সোহেলি নেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১২০/৮ (মুর্শিদা ৬, ফারজানা ৬১, নিগার ৬, রুমানা ২১, মোস্তারি ৬, রিতু ৯, সালমা ৪, লতা ০, নাহিদা ৩; ম্যাগুইয়ার ৩-০-১৭-০, রিচার্ডসন ৩-০-২১-১, কেলি ৪-১-১৭-২, প্রেনডেরগাস্ট ২-০-১৭-০, মারে ৪-০-২১-২, ডেল্যানি ৪-০-২৭-৩)
আয়ারল্যান্ড নারী দল: ২০ ওভারে ১১৩/৯ (হান্টার ৭, লুইস ৪, প্রেনডেরগাস্ট ৯, ডেল্যানি ১২, রিচার্ডসন ১৮, স্টোকেল ০, কাভানাহ ৬, ওয়ালড্রন ১৯, কেলি ২৮*, পল ১, মারে ১৩, ম্যাগুইয়ার ১*; সালমা ৪-০-২১-০, সানজিদা ৪-০-১৬-২, নাহিদা ৪-০-৩১-২, সোহেলি ৪-০-২০-২, রুমানা ৪-০-২৪-৩)
ফল: বাংলাদেশ ৭ রানে জয়ী ও চ্যাম্পিয়ন
Discussion about this post