জয়ের ধারায় ফিরল তামিম ইকবালের দল সেন্ট লুসিয়া জুকস। রোববার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে তার দল। গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে সেন্ট লুসিয়া।
অবশ্য ব্যাট হাতে সফল হতে পারেন নি তামিম। ৮ বলে ৬ রান করে বিরাসামি পারমলের বলে এলবিডব্লিউ হয়ে ধরেন সাজঘরের পথ।
প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৬ রান করে গায়ানা। ৪২ বলে ৩৮ রান করেন লেন্ডল সিমন্সের। ১৪ বলে ২৯ রান আসে ক্রিস্টেফার বার্নেলের ব্যাট থেকে। ২৩ রানে ৩ উইকেট শেন শিলিংফোর্ড।
ম্যাচে তামিমের দলকে জিতিয়েছেন মিসবাহ-উল-হক। ৩৩ বলে তার ব্যাট থেকে আসে ম্যাচ জেতানো
অপরাজিত ৪৯। ছক্কা মেরে দলকে এনে দেন দারুন এক জয়। ৯ বলে ২১ রান করেন ড্যারেন সামি।
১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট লুসিয়া।
ম্যাচসেরা মিসবাহ।
Discussion about this post