আবারো জাতীয় দলে ফেরার অপেক্ষায় আছেন এনামুল হক বিজয়। বছরের শুরুতে অবশ্য তিন বছর পর জাতীয় দলে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু জায়গা পেয়ে সুযোগটা কাজে লাগতে পারেন নি ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। চার ম্যাচে তার ইনিংসে তুলেন যথাক্রমে ১৯, ৩৫, ১ ও ০ রান।
তারপর অবশ্য বিসিএল, ঢাকা লিগ দুটোতেই ব্যাট হাতে সাফল্য পেয়েছেন তিনি। তারই পথ ধরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আর ওয়েস্ট ইন্ডিজ সফরের ৩১ জনের প্রাথমিক দলে আছেন এনামুল। হয়তো ফের সুযোগ পেতে পারেন জাতীয় দলে।
সেই প্রতীক্ষাতেই আছেন এনামুল। বলছিলেন, ‘প্রতিটা ব্যাটসম্যানের জন্য উন্নতির জায়গা সব সময় থাকে। যতোটুকু ব্যাট করেছি অনেকে বুঝতে পারছে যে উন্নতি হচ্ছে। আমি চেষ্টা করছি আরও ভালো করার। প্রিমিয়ার লিগ খুব ভালো গেছে, ১৬ ম্যাচ খেলেছি (৭৪৪ রান) । আশা করছি সুযোগ পেলে নিজেকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে মেলে ধরব।’
জাতীয় দলের জায়গা পেতে এনামুলকে লড়তে হবে সৌম্য সরকার, লিটন দাশ, মোহাম্মদ মিথুন, নাজমুল হোসেন শান্ত আর ইমরুল কায়েসের সঙ্গে। রয়েছেন সাদমান ইসলাম। এই লড়াইকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। জানালেন,‘প্রতিযোগিতা সব সময় থাকা দরকার। প্রতিযোগিতা থাকলে পারফরম্যান্স বের হয়ে আসবে। আমি চাই এটা থাকুক।’
মিরপুরের শেরেবাংলায় চলছে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। ঘরোয়া ক্রিকেট শেষে এই ফিটনেস ক্যাম্পেও নিজের সর্বোচ্চটা দিচ্ছেন তিনি। ফের জাতীয় দলে নিজের জায়গাটা ফিরে পেতে চাইছেন এই ব্যাটসম্যান।
Discussion about this post