ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরুর ধাক্কা সামলে দারুণ লড়ছিলেন জাকির হাসান। আরিফুল হকও দিচ্ছিলেন সঙ্গ। মনে হচ্ছিল তাদের ব্যাটেই হয়তো সফরের প্রথম ম্যাচে জয় দেখবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু হঠাৎ করেই মাঠে অসুস্থ হয়ে পড়লেন জাকির। ব্যস, পথ হারাল দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় হতাশা নিয়েই ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করেছে জুনিয়র টাইগাররা। ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দল দেখেছে হার।
লক্ষ্মৌতে শুক্রবার ৩৪ রানে বাংলাদেশের যুবাদের হারাল ভারত। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নিয়েছে স্বাগতিকরা। ম্যাচে জয় পেতে ৫০ ওভারে লক্ষ্য টার্গেট ছিল ১৯৩। কিন্তু সফরকারীরা করে ১৫৮ রান।
টস বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারতকে। স্বাগতিকরা ৯৯ রান তুলতেই হারায় ৫ উইকেট। এরপর দাপট দেখান আরিয়ান জুয়াল। করেন ৮৬ বলে ৬৯ রান। বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান ২৯ রানে শিকার করেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন অধিনায়ক সাইফ হাসান ও আবু হায়দার রনি।
জবাব দিতে নেমে ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এরপর জাকির হাসান ও আরিফুল হক পথ দেখালেন। মনে হচ্ছিল তাদের ব্যাটে দল পাবে জয়। কিন্তু ৬৭ বলে জাকির করেন ৪৮ রান। মাংসপেশিতে টান লাগায় অবসরে যান তিনি। মাঠ থেকে তাকে যেতে হয় হাসপাতালে।
দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার জানালেন, ‘অতিরিক্ত গরমে পানিশূন্যতায় ভুগেছে জাকির, এ কারণেই হয়তো মাংসপেশিতে টান পড়েছে। তার ব্যাটিংয়ে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম আমরা। দুর্ভাগ্য জাকির অসুস্থ হয়ে পড়ল। গুরুতর কিছু নয়। পরের ম্যাচে তাকে হয়তো পাওয়া যাবে না।’
আরিফুল ৭২ বলে ৩৮ রান করলে হতাশাই সঙ্গী হয় যুবাদের।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত অনূর্ধ্ব-২৩ দল: ৫০ ওভারে ১৯২/৯ (জয়সাল ০, কৌশিক ২০, শরত ৪২, গার্গ ৪, হৃতিক ১৮, জুয়াল ৬৯, শেঠ ১২, হেগড়ে ৪, শোকিন ৪, আর্শদীপ ৬*, দুবে ০*; আবু হায়দার ১০-০-৩৭-২, শফিকুল ইসলাম ৯-১-২৬-১, রবিউল ৯-০-৩৭-১, আরিফুল ৩-০-২৩-০, মেহেদি ১০-২-২৯-৩, আল আমিন জুনিয়র ২-০-১৩-০, সাইফ ৭-০-২৩-২)
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: ৪৮.৪ ওভারে ১৫৮/৯ (সাইফ ১২, সাব্বির ০, ইয়াসির ৬, জাকির ৪৮(আহত অবসর), আল আমিন জুনিয়র ৪, জাকের ৩, আরিফুল ৩৮, মেহেদি ২০, আবু হায়দার ০, রবিউল ২১, শফিকুল ১*; আর্শদীপ ১০-৩-২৫-১, দুবে ৬-০-২৭-১, শেঠ ৫-২-১১-১, হেগড়ে ১০-০-৩২-২, শোকিন ১০-১-৩২-২, জয়সাল ৭.৪-০-৩১-২)
ফল: ভারত অনূর্ধ্ব-২৩ দল ৩৪ রানে জয়ী
Discussion about this post