সামনেই অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই। তার আগে ছুটির মেজাজে পুরো দল। জাতীয় দলের ক্রিকেটাররা প্রিয়জনের সঙ্গে সময়টা কাটাচ্ছেন। দুই সপ্তাহের এই ছু্টিতে এখন মাশরাফি বিন মর্তুজাও। তবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের জন্য ঘুরে বেড়ানোর সুযোগ নেই। তার ছেলে অসুস্থ। শিশু সন্তানের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মাশরাফি।
এমনিতে ছেলে সাহেল মুর্তজা অসুন্থ অনেক দিন ধরেই। গত বিশ্বকাপের আগে থেকেই সুস্থ নেই ছোট্ট সাহেল। তখন শোনা যাচ্ছিল বিশ্বকাপ শেষ না করেই দেশে ফিরবেন মাশরাফি। যদিও তা করেন নি বাংলাদেশ অধিনায়ক।
এ অবস্থায় সাহেলের রোগ নির্ণয় করতে ব্যর্থ হচ্ছেন বাংলাদেশের চিকিৎসকরা। সিঙ্গাপুরের যাচ্ছেন মাশরাফি।
সঙ্গে থাকছেন মাশরাফির স্ত্রী আর মেয়ে।
Discussion about this post