ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ছুটি শেষে আবারও চেনা ভূবনে বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান-মাশরাফি বিন মর্তুজারা। ফের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে টাইগার শিবিরে। ২ জুলাই প্রতিপক্ষ ভারত। বার্মিংহামে মাঠে নামা চাঙ্গা দল। এর আগে ছুটির কারণে গত পাঁচ দিন ব্যাট-বলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না বাংলাদেশ দলের ক্রিকেটারদের।
রোববার ভারত-ইংল্যান্ড ম্যাচ চলায় সেখানে অনুশীলন করতে পারেনি মাশরাফিরা। তবে সোমবার বার্মিংহামের মূল মাঠে অনুশীলন করবেন মাশরাফিরা। সেখানে নেটেও নিজেদের ঝালিয়ে নেবেন তারা। দেখে নেবেন উইকেটও।
ছুটি পেয়ে খুশি মোসাদ্দেক হোসেন সৈকত। ফের অনুশীলনে ফিরে এই ক্রিকেটার বলছিলেন, ‘যেভাবে আমরা ম্যাচ খেলছিলাম, এত বড় টুর্নামেন্টে একটা বিরতিও দরকার ছিল। সবাই ছুটিটা ভালোভাবে কাটিয়ে হোটেলে ফিরেছে। কাল (আজ) থেকে আবার আমরা অনুশীলন শুরু করব।’
এ কোহলিদের হারাতে চাইছে টাইগাররা। মোসাদ্দেক জানাচ্ছিলেন, ‘আমরা টুর্নামেন্টের এমন একটা জায়গায় আছি, আমি মনে করি না ভারত বা কোনো দলকে নিয়ে ভাবার সময় আছে। আমরা যেভাবে খেলছি, সেভাবে খেলতে পারলে আশা করি ভালো কিছু হবে।’
বিশ্বকাপে শীর্ষ চারে থাকতে হলে বাকি দুই ম্যাচে জিততেই হবে টাইগারদের। যার প্রথমটি ২ জুলাই এজবাস্টনে ভারতের বিপক্ষে। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না সৌম্য সরকার। বলেন, ‘ওরা এগিয়ে আছে আমরা যদি ওই চিন্তা করে নামি তাহলে আমরা আগেই পিছিয়ে যাব। নামতে হবে এভাবে যেন আমরা জেতার জন্য খেলব। আমরা এখনো রেসে আছি। আমরা একটি বড় টুর্নামেন্ট খেলব, এখানে যদি আমরা কাউকে আলাদাভাবে দেখি আমরা শুরুতে পিছিয়ে যাব। ওটা না চিন্তা করে আমরা যেভাবে ক্রিকেট খেলেছি, ওভাবেই যদি আমরা খেলতে পারি তাহলে ওদের সঙ্গে জেতা সম্ভব।’
Discussion about this post