টি-টুয়েন্টি মানেই যেন চার-ছক্কার ঝড়! আর সেই আয়োজনে যদি ক্রিস গেইল থাকেন তাহলে তো চার-ছক্কার ঝড় উঠবেই। তাই হল শুক্রবার। গেইলের ঝড়ে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ।
তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবিয়রা।
কেপটাউনে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৫ রান তুলে দক্ষিণ আফ্রিকা। রিলি রুশো করেন ৫১ রান।
জবাব দিতে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৩১ বল খেলে ৭৭ রান করেন গেইল। এই ইনিংস খেলার পথে ১৭ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। এটিই ওয়েস্ট ইন্ডিজের কোন ব্যাটসম্যানের দ্রুততম হাফসেঞ্চুরি। আর আন্তর্জাতিক ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। ১২ বলে ৫০ রান করেন ভারতের যুবরাজ সিং।
জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি, রোববার।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৫/৪ ( ডু প্লেসিস ৩৮, রুশো ৫১*, বেহারদিন ১৮*; কট্রেল ২/৩৩)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.২ ওভারে ১৬৮/৬ (স্মিথ ২০, গেইল ৭৭, স্যামুয়েলস ৪১; তাহির ৩/২৮, পারনেল ২/৩৯)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী
Discussion about this post