ক্রিকবিডি২৪.কম ডেস্ক:
আর্জেন্টিনা অনেক অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপের প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছে। এবার পালা আরেক ফেভারিট দল ব্রাজিলের। তারাও চাপে আছে। আজ বুধবার তারা লড়বে ইউরোপের দল সার্বিয়ার সঙ্গে। এই গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি কোস্টারিকা-সুইজারল্যান্ড। গ্রুপে সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল ও সুইজারল্যান্ড। ৩ পয়েন্ট তিন নম্বরে সার্বিয়া।
৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জয় চাই। অবশ্য ড্র করলেও শেষ ষোল নিশ্চিত তাদের। তবে সার্বিয়া বেশ কঠিন প্রতিপক্ষ। দলটির বেশিরভাগ ফুটবলারই খেলেন ইউরোপের বিভিন্ন লিগে। তাদের সামাল দিতে অবশ্য প্রস্তুত তিতের ব্রাজিল। আর সুইজারল্যান্ড দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপ ‘ই’ এর পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থানে। আজ রাতে কোস্টারিকার বিপক্ষে এক পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে দলটি।
রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে বুধবারও আরো আছে দুটি ম্যাচ। গ্রুপ এফ-এ বাঁচা-মরার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির। এদিন জিতলেই চলবে না জার্মানির, গোল সংখ্যাতেও নজর রাখতে হবে। এই গ্রুপের মেক্সিকো ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। তিন পয়েন্ট নিয়ে এরপর জার্মানি ও সুইডেন। সুইডেন এদিন লড়বে মেক্সিকোর সঙ্গে। তারা বড় ব্যবধানে জিতে গেলে বাদ পড়ে যেতে পারে এমন কী মেক্সিকো।
সব মিলিয়ে নাটকীয়তায় জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপের লড়াই। এবার দেখে নেই ম্যাচ চারটি কারা দেখাবে-
দক্ষিণ কোরিয়া-জার্মানি
সরাসরি, রাত ৮টা, মাছরাঙা, নাগরিক টিভি
সনি ইএসপিএন, সনি টেন টু
মেক্সিকো-সুইডেন
সরাসরি, রাত ৮টা, বিটিভি ও সনি টেন ওয়ান
ব্রাজিল-সার্বিয়া
সরাসরি, রাত ১২টা, মাছরাঙা, নাগরিক টিভি
সনি ইএসপিএন, সনি টেন টু
সুইজারল্যান্ড-কোস্টারিকা
সরাসরি, রাত ১২টা, সনি টেন ওয়ান
Discussion about this post