অ্যাশেজে ০-৫ এ হোয়াইটওয়াশ হয়েছিল তারা। এবার ওয়ানডে সিরিজেও একই অবস্থা। অস্ট্রেলিয়ার সামনে তথৈবচ ইংল্যান্ড! রোববার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংলিশদের রীতিমতো উড়িয়ে দিল অজিরা। মাইকেল ক্লার্কের দল ম্যাচ জিতল ৬ উইকেটে, অনায়াসে। সিরিজে ১-০ তে এগিয়ে গেল তারা।
মেলবোর্নে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে তুলে ২৬৯ রান। ৭৯ রান করেন ব্যালান্স। ঠিক ৫০ রান করে যান ইয়ন মরগান।
জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের সেঞ্চুরি অনায়াস জয়ের পথটা প্রস্বস্ত করে দেয় অজিদের। ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নারের ১৬৭ বলে ১৬৩ রানের উদ্বোধনী ম্যাচটা একপেশে করে দেয়। ৭২ বলে ৬৫ রান করেন ওয়ার্নার। ফ্রিঞ্চ করেন ১২১ রান।
শুক্রবার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৬৯/৭ (ব্যালান্স ৭৯, মর্গান ৫০, বাটলার ৩৪*; ম্যাকাই ৩/৪৪)
অস্ট্রেলিয়া: ৪৫.৪ ওভারে ২৭০/৪ (ফিঞ্চ ১২১, ওয়ার্নার ৬৫; রুট ১/১১)
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: অ্যারন ফিঞ্চ
Discussion about this post