সাকিব আল হাসানের শাস্তির মেয়াদ যে কমে যাচ্ছে সেটা এখন অনেকটাই নিশ্চিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সবুজ সংকেত পেয়েই শাস্তি কমানোর আবেদন করেছেন এই অলরাউন্ডার। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যে সাকিবের যাওয়া হচ্ছেনা সেটা নিশ্চিত। কেননা, সোমবার তেমনই ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি।
স্থানীয় এক হোটেলে ইফতারের আগে তিনি জানালেন,-‘দেখুন ওয়েস্ট ইন্ডিজ সফরে আমি সাকিবের থাকার কোনো সম্ভাবনা দেখছি না। সাকিবের আপিলের ব্যাপারে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। তার নিষেধাজ্ঞার বিষয়টি ছিল বোর্ডের সম্মিলিত সিদ্ধান্ত। তাই এটা আবার বোর্ডেই পাঠাতে হবে। দুই-তিন দিনের মধ্যেই ঈদের ছুটি শুরু হয়ে যাবে। এর আগে বোর্ডসভা হওয়ার সম্ভাবনা কম। তাই ঈদের পরপরই যত দ্রুত সম্ভব আমরা বোর্ডসভায় বসে সাকিবের আপিল নিয়ে আলোচনা করব।’
তবে পুরো ব্যাপারটাই ইতিবাচকভাবে দেখছেন পাপন। জানালেন, -‘সাকিব আবেদন জানিয়ে যে চিঠি দিয়েছে তা পড়ে আমার ভালো লেগেছে। নিষেধাজ্ঞা আরোপের পর থেকে তার ব্যবহারে আমরা নেতিবাচক আর কিছু পাইনি। এই প্রথম তার মাঝে আমরা বেশ কিছু ইতিবাচক জিনিস দেখতে পাচ্ছি।’
একই সঙ্গে জানালেন-‘দেখুন কোন ক্রিকেটারের সমস্যা যদি থাকে, তবে আমরা তাকে বাদ দিলে তো হবে না। বিসিবির দায়িত্ব তাকে শোধরানো। বিশেষজ্ঞ লোক এনে তাকে কাউন্সিলিং করানো। আমরা তাই করবো।’
বলা দরকার, গত ৭ জুলাই সাকিবকে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। একইসঙ্গে আগামী দেড় বছর দেশের বাইরে কোনো প্রতিযোগিতায় খেলার জন্য তাকে অনাপত্তিপত্র না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
এইতো গত রোববার সেই শাস্তি কমানোর জন্য বিসিবিতে আপিল করেছেন সাকিব।
Discussion about this post