শনিবার প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ‘বি’ গ্র“পে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে রীতিমতো উড়িয়ে দিল বাংলাদেশ। দল পেল ১০ উইকেটের অনায়াস জয়। তাতেই আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুভসুচনা হল দেশের তরুন ক্রিকেটারদের।
বি গ্র“পের এই ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৫০ ওভারে ২১২ রানে অল আউট হয়ে যায়।
সেই সংগ্রহটা অনায়াসে টপকে যায় বাংলাদেশের তরুনরা। দুই ওপেনার সাদমান ইসলাম ও জয়রাজ শেখের দারুন ব্যাট করেছেণ। এবারের ছোটদের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করলেন বাংলাদেশ ওপেনার সাদমান। দলকে জিতিয়ে অপরাজিত থাকেন ১২৬ রানে। অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেন জয়রাজ শেখ। ৪২.৩ ওভারে বিনা উইকেটে ২১৬ রান তুলে ম্যাচ জিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ শুভ সূচনা করল বাংলাদেশ।
দিনের অন্য তিন ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ৪০ রানে, অস্ট্রেলিয়া ১০১ রানে উড়িয়ে দেয় নামিবিয়াকে এবং স্কটল্যান্ডের বিপক্ষে পাপুয়া নিউগিনি ৬ উইকেটে জিতেছে।
এদিকে গ্র“পে বাংলাদেশের পরের ম্যাচ নামিবিয়ার বিপক্ষে সোমবার। ২১ ফেব্র“য়ারি শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে। প্রতিযোগিতার চারটি গ্র“প থেকে শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। পরের আটটি দল খেলবে প্লেট পর্বে।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২১২/১০, ৫০ ওভার (মুজতাবা ৪৭, হাসমতউল্লাহ ৪৩, নাসির ৪১, উসমান ২৭; মোসাদ্দেক ৩/১৯, ফেরদৌস ২/৩৮)।
বাংলাদেশ: ২১৬/০, ৪২.৩ ওভার (সাদমান ১২৬*, জয়রাজ ৮১*)।
ফল : বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : সাদমান ইসলাম
Discussion about this post