ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সে সময়ই আবার হওয়ার কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তাই সাকিব আল হাসান সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কা সফরে টেস্ট না খেলার। ঐ সময় তিনি মাতাবেন আইপিএল। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটিও চেয়েছেন। বোর্ডও এ অলরাউন্ডারের ছুটি মঞ্জুর করেছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
এবারের আইপিএলে সাকিব খেলবেন পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। বৃহস্পতিবার চেন্নাইয়ে অনুষ্ঠিত হওয়া নিলাম থেকে তাকে পশ্চিম বঙ্গের দলটি কিনেছে ৩ কোটি ২০ লাখ রুপিতে। তার সঙ্গে ঐদিন আইপিএলে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। তাই তাকেও এ টুর্নামেন্টে খেলার জন্য বিসিবি ছুটি দেয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন আকরাম।
জাতীয় দলের খেলার সময় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দেওয়া দেশের ক্রিকেটে খুব ভালো দৃষ্টান্ত হচ্ছে নয়, ব্যাপারটি বুঝতে পারছেন আকরাম। তবে তিনি আবার জানিয়েছেন, জোর করে কাউকে খেলাতে চায় না বোর্ড, ‘সাকিব আমাদের চিঠি দিয়েছে, সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চায় না। আমরা মিটিং করেছি, অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে। লম্বা মিটিং হয়েছে। বোর্ড আগেও নানা সময়ে নানাজনকে ছুটি দিয়েছে। তবে জাতীয় দলের খেলার সময় সাধারণত আমরা দিতে চাই না ছুটি। কিন্তু আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, জোর করে কাউকে বাংলাদেশ দলে খেলা হবে না।’
আকরাম আরও বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ ও আইপিএল একই সময়ে হবে। সাকিব টেস্ট খেলতে চায় না এই সিরিজে। আমরা তাকে ছুটি দিয়েছি। অবশ্যই খুব ভালো উদাহরণ নয় এটি। কিন্তু যেটা বললাম, অনিচ্ছুক কাউকে আমরা খেলাতে চাই না।’
কাউকেই জোর করে খেলাতে চায় বিসিবি। এজন্য কারও স্বাধীনতা হস্তক্ষেপ করবে না সংস্থাটি। গতকাল মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আকরাম, ‘অন্যদেরও ছুটি দেবে বোর্ড। যারা খেলতে চায় না, তাদের সবাইকেই দেবে। অনেক কথা বলেছি এটা নিয়ে আমরা। সবশেষে বোর্ডের কথা, যে খেলতে না চায়, জোর করে তাকে নামানো হবে না। মোস্তাফিজ চাইলে তাকেও ছুটি দেব, সবাইকে দেব, কিছু করার নেই।’
আইপিএল চলাকালিন সময়ে টেস্ট না খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডেতে খেলবেন সাকিব। এমনটাই জানিয়েছেন আকরাম খান।
Discussion about this post