ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্টিভ রোডসের বিকল্প পেয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের দ্বায়িত্ব নিচ্ছেন রাসেল ডমিঙ্গো। সাকিব আল হাসানদের কোচ হয়েরোমাঞ্চিত এ দক্ষিণ আফ্রিকান। বললেন নতুন দায়িত্বে সামনে ছোটার পথে তুলে আনতে চান নতুন তারকা।
দুই বছরের মেয়াদে কোচ হলেন ৪৪ বছর বয়সী ডমিঙ্গো। তিনি চার বছর ছিলেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের দায়িত্বে। ৭ আগস্ট ঢাকায় এসে সাক্ষাৎকার দিয়ে যান ডমিঙ্গো।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কোচ জানিয়েছেন, দায়িত্ব নিতে মুখিয়ে আছেন তিনি। ডমিঙ্গো জানালেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়া আমার জন্য অনেক বড় এক সম্মান। গভীর আগ্রহ নিয়ে বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি অনুসরণ করেছি আমি এবং যে লক্ষ্য পূরণের সামর্থ্য তাদের আছে, সেটিতে সহায়তা করার সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত আমি।’
ডমিঙ্গো তার প্রতিক্রিয়ায় আরও বলেন, ‘দলের এখনকার ক্রিকেটারদের উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে সহায়তা করতে চাই আমি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের প্রতিভার ভাণ্ডার থেকে নতুন উজ্জ্বল তারকাদের উন্নতির পথে এগিয়ে নিতে চাই আমি ক্রিকেটে বাংলাদেশের অগ্রগতি বেশ ভালো ভাবে লক্ষ্য করে আসছি। এই দলকে তাদের লক্ষ্য অর্জনের পথে সহায়তা করতে আমি খুবই আগ্রহী। লক্ষ্য পুরুনের সমস্ত যোগ্যতা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।’
প্রধান কোচ ডমিঙ্গোকে দিয়ে বাংলাদেশের কোচিং স্টাফের প্রায় সবাই এখন দক্ষিণ আফ্রিকান। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুক। নতুন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার চার্লস ল্যাঙ্গাভেল্ট। স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরি। দক্ষিণ আফ্রিকার এই চারজনের বাইরে সাপোর্ট স্টাফে আছেন ট্রেনার শ্রীলঙ্কার মারিও ভিল্লাভারায়ন আর পারফরম্যান্স অ্যানালিস্ট ভারতের শ্রীনিবাস চন্দ্রশেখর।
Discussion about this post