ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারই প্রথম বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলতে এসেছেন হাশিম আমলা। তবে তার সঙ্গে দেশটির সম্পর্ক বেশ মজবুত। বাংলাদেশি বংশোদ্ভুদ এক নারীর সঙ্গেই জীবনের ইনিংস বেঁধেছেন তিনি। তাই এই দেশকে বেশ আপন মনে হয় দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানের।
বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলতে এখন সিলেটে রয়েছেন আমলা। বাংলাদেশের পা রেখে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশফিকুর রহিমের প্রশংসায় মেতেছেন এই প্রোটিয়া ক্রিকেটার। অবশ্য তার নেতৃত্বেই খেলবেন তিনি। আমলা জানালেন, ‘মুশফিক দুর্দান্ত একজন অধিনায়ক ও ক্রিকেটার। বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান সে। আমাদের দলে সবচেয়ে বেশি অভিজ্ঞদের একজন। দুর্দান্ত খেলোয়াড়। আশা করি দুইজনই নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিব।’
তিনি বঙ্গবন্ধু বিপিএলের মাঝপথে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এ অবস্থায় মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলে মনে করেন আমলা। বলেন, ‘মুশফিক তো আছে। ১০ বছর ধরে আমরা একে অপরের বিপক্ষে খেলেছি। কয়েক ম্যাচ খেলার পর সব সহজ লাগবে। লিগগুলোতে খেলতে গেলে দলের সাথে মানিয়ে নিতে হয় দ্রুত।’
ক্যারিয়ারের ইতি টানার প্রসঙ্গটাও উঠে আসে। অনেকে বলেন তিনি দ্রুত সরে দাঁড়িয়েছেন। এনিয়ে ৩৬ বছর বয়সী আমলা বলেন, ‘অবসরের সিদ্ধান্তটা হুট করেই যে নিয়েছি, তা নয়। বিশ্বকাপের পর আমার কাছের মানুষের সঙ্গে আলোচনা করতে হয়েছে। আসলে আর কয়েকটা বছরই আছে আমার শরীরের। যেখানে আমি সতেজ থাকব। এ সময়টাকে আমার কাজে লাগাতে হবে। সবকিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। একটা না একটা সময় আপনাকে কোথায় না কোথাও থামতে হবে। সবকিছুরই ভালো সময় আছে আর আমি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভালো সময় কাটিয়েছি।’
প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসা আমলা বলেন, ‘বাংলাদেশে আসতে বরাবরই খুব ভালো লাগে আমার। আগেও বেশকবার এসেছি। এখানকার আবহ ভালো। ক্রিকেটীয় সংস্কৃতি দুর্দান্ত, মাঠ সবসময়ই প্রাণবন্ত থাকে। এখানে আসতে আগ্রহী ছিলাম। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে বিপিএল অন্যতম। এটার আলাদা স্বাদ আছে। সেই অভিজ্ঞতা নেওয়ার জন্য মুখিয়ে আছি।’
দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৯২৮২) আমলা। দেশটির ইতিহাসের সেরাদের অন্যতম!
Discussion about this post