বিশ্বকাপ শুরুর আগে রীতিমতো হুংকার দিয়েছিলেন তারা। মনে হচ্ছিল রীতিমতো ঝড় তুলবে জাহানারা আলমের দল। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই বড় হার বাংলাদেশের। ভারতের কাছে ৭২ রানে হারল টাইগ্রেসরা।
মঙ্গলবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত প্রথমে ব্যাট করতে নেমে তুলে ৫ উইকেটে ১৬৩ রান। ফাহিমা খাতুন ৩১ রানে ২ উইকেট নেন। নাহিদা আক্তার ২৫ রান নিয়েছেন এক উইকেট।
জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ৯১ রান তুলে বাংলাদেশ। টাইগ্রেসরা যেভাবে ব্যাট করছিল তাতে আরো বড় হারের শঙ্কা জাগছিল। কিন্তু নিগার সুলতানার ব্যাটিংয়ে চাপ সামলায় দল। ২৫ বলে ১টি চারে ২৭ রানে অপরাজিত থাকেন তিনি।
শারমিন আক্তার করেন ২১ রান।
বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে লড়বে ইংল্যান্ডের সঙ্গে।
Discussion about this post