ঈদের ছুটি শেষে আবারও মাঠে ফিরছে দেশের ক্রিকেট। আগামী রোববার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের খেলা। তবে টুর্নামেন্টে ফিরলেও মোহামেডানের হয়ে আর মাঠে নামছেন না দলের অধিনায়ক তামিম ইকবাল। রমজানে এক ম্যাচে খেলার সময় অসুস্থ হয়ে পড়ার পর থেকে কার্যত ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে।
তামিমের অনুপস্থিতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন—মোহামেডানের নতুন অধিনায়ক হচ্ছেন কে? তারকা ভরপুর এই দলটির নেতৃত্বে নতুন করে কে আসবেন, তা নিয়ে চলছে আলোচনা। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ শিগগিরই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। তাই অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তাওহীদ হৃদয়।
মোহামেডানের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন আজ (শনিবার) গণমাধ্যমকে জানান, হৃদয়েরই সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে অধিনায়কত্ব পাওয়ার। তিনি বলেন, ‘আগামীকাল অফিসিয়াল অনুশীলন শুরু। এরপরই চূড়ান্তভাবে জানা যাবে কে অধিনায়ক হবেন। তবে এখন পর্যন্ত তাওহীদ হৃদয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তামিম যখন বাইরে ছিলেন, তখন দুই-একটি ম্যাচে সে দলকে দারুণভাবে কন্ট্রোল করেছে।’
ডিপিএলের এই মৌসুমে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানান শিপন। তার ভাষায়, ‘এইবারের লিগটা খুব ইম্পরট্যান্ট। একটা ম্যাচ হারলেই অনেক পিছিয়ে যেতে হবে। আমরা চাচ্ছি প্রতিটি ম্যাচ জিতে সুপার লিগে জায়গা করে নিতে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোনো ম্যাচই হেলায় হারানো যাবে না।’
তামিম ইকবালের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় এক ধাক্কা, তবে তরুণ হৃদয়ের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর আশা করছে মোহামেডান শিবির।
Discussion about this post