বিশ্লেষকরা এরইমধ্যে বলতে শুরু করেছেন শচীন টেন্ডুলকারের সব রেকর্ড একদিন হাতছাড়া হয়ে যাবে। এটাও বলা হচ্ছে সেই রেকর্ড লেখা হয়ে যাবে বিরাট কোহলির নামের পাশে। এইতো বুধবার আরেকটি রেকর্ড নিজের করে নিলেন এই গ্ল্যামার বয়।
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ২৫তম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কোহলি।
ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কিন্তু দারুণ দাপট কোহলির। টানা দুই সেঞ্চুরি তুলে নিলেন তিনি। এরইমধ্যে সবচেয়ে কম ইনিংসে সাত হাজার রানের রেকর্ডটাও হয়ে গেছে তার।
ক্যানবেরার ম্যানুকা ওভালে বুধবার চতুর্থ ওয়ানডেতে ১০৬ রান করেন কোহলি। এটি তার ২৫তম শতরান। ১৬২টি ইনিংস খেলে এই রেকর্ড গড়েন তিনি। আর শচীনের খেলতে হয় ২৩৪ ইনিংস! বেশ এগিয়ে বিরাট।
বলা দরকার ২০০৮ সালের ১৮ অাগষ্ট ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় কোহলির।
এদিকে কোহলির এমন স্মরনীয় ম্যাচেও হারল ভারত। ২৫ রানের জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
Discussion about this post