কিছুতেই জয়ের দেখা পাচ্ছে না কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সোমবারও হেরে গেল তারা। তাদের হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে ভিক্টোরিয়া।
সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৬৩ রান করে কলাবাগান। জবাব দিতে নেমে ৪৮ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া।
সংক্ষিপ্ত স্কোর-
কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি: ৫০ ওভারে ২৬৩/৬ (ইরফান ৮৮, মাইশুকুর ২৭, মাহমুদুল ৩১, মেহেদি ৫১, আরাফাত ২৩, নুরুজ্জামান ৩০, তাপস ২*, নুর ১*; সোহরাওয়ার্দী ২/২০, মুমিনুল ১/৯, এনামুল ১/২৭, আল আমিন জুনিয়র ১/৫২, রাব্বি ১/৬১)
ভিক্টোরিয়া: ৪৮.১ ওভারে ২৬৬/৫ (মজিদ ৬৯, মাহমুদ ১৬, মুমিনুল ৩৫, আল আমিন জুনিয়র ৫৪, চতুরঙ্গা ১৩, নাদিফ ২৯*, ধীমান ৩২*; জায়েদ ৩/৫৭, মাহমুদুল ১/৪৩, মেহেদি ১/৪৪)
ফল: ভিক্টোরিয়া ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আল আমিন জুনিয়র।
ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিসিএসকে ৬ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথমে ব্যাট করতে নেমে ক্রিকেট কোচিং স্কুল ৪৭ ওভারে অলআউট হয়ে করে ১৭৬ রান। জবাব দিতে নেমে গাজী গ্রুপ ৩৩.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৭৯ রান।
সংক্ষিপ্ত স্কোর-
সিসিএস: ৪৭ ওভারে ১৭৬/১০ (অমিত ২৮, পিনাক ৭, সাইফ ৫, সালমান ৫২, রাজিন ০, উত্তম ৫৪, সাইফুদ্দিন ১, সাইদ ০, নবী ১, নাসুম ১৫*, শাওন ২; শরিফ ২/২২, সাজেদুল ১/২৭, মেহেদি ২/২৭, সাঈদ আনোয়ার ১/৩৫, ফুরকান ১/২৬, শাদ ০/২০, অলক ১/১৪)।
গাজী গ্রুপ: ৩৩.৪ ওভারে ১৭৯/৪ (এনামুল ১০০, শামসুর ৫, মেহেদি ৯, ফরহাদ ৪৫, সাঈদ আনোয়ার ৭*, অলক ৪*; সাইফুদ্দিন ২/২৬, সালমান ০/২১, নাসুম ০/৩৯, শাওন ০/৪৯, সাইদ ০/২৪, রাজিন ১/১৯)।
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: এনামুল হক।
Discussion about this post