প্রতিপক্ষ জিম্বাবুয়ে মানেই যেন জয় নিশ্চিত। বেশ কয়েকবছর ধরেই আফ্রিকার ওই দেশটি টাইগারদের সামনে দাড়াতেই পারছে না। রোববার তারই আরেক অধ্যায় রচিত হল খুলনায়। একেবারে হেসে খেলে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে ৪২ রানের দারুণ জয় তুলে পেল টাইগাররা। তাতেই চার ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল মাশরাফি বিন মর্তুজার দল।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৬৭ রান তুলে বাংলাদেশ। শুরুটা বেশ ভাল হয় স্বাগতিকদের। ২৩ রান করে সাজঘরে ফিরেন তামিম ইকবাল। সৌম্য সরকারের ব্যাটে ৪৩। ৩৩ বল খেলে এই রান করেন তিনি।
কম যাননি সাব্বির রহমানও। এই ইনফর্ম ব্যাটসম্যান ৩০ বলে করেন ৪৩। মুশফিকুর রহীমের ব্যাট থেকে আসে ২৪। অপরাজিত ২৭ রান সাকিব আল হাসানের ব্যাটে।
জবাব দিতে নেমে তেমন কিছুই করতে পারেনি জিম্বাবুয়ে। শুধু হ্যামিলটন মাসাকাদজা করেন ৩০ রান। ২৯ রান ম্যালকম ওয়ালার। ব্যাটিংয়ের পর বল হাতেও সফল সাব্বির। নেন ১১ রানে ৩ উইকেট। ২ উইকেট মুস্তাফিজুর রহমানের। একটি করে উইকেট নেন শুভাগত হোম, আল আমিন এবং মাশরাফি। ম্যাচসেরা সাব্বির।
সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচ ২০ জানুয়ারি। আর চতুর্থ টি-টুয়েন্টি হবে ২২ জানুয়ারি। ম্যাচগুলো হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
Discussion about this post